একাদশ শ্রেণী | পঞ্চম অধ্যায়: অর্থনীতির নানা দিক | ইতিহাস | Class 11 WBCHSE History MCQ

wb-class-11-history-chapter-5-question-answer

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী ইতিহাসের পঞ্চম অধ্যায়  অর্থনীতির নানা দিক  এর গুরুত্বপূর্ণ  বিকল্পভিত্তিক  রশ্নোত্তর ।

ইতিহাস 

(একাদশ শ্রেণী)

পঞ্চম অধ্যায়

র্থনীতির নানা দিক


সঠিক উত্তরটি নির্বাচন করো :


1. কোন প্রাচীন আইন সংহিতায় দাসপ্রথার উল্লেখ আছে?


ক। হামুরারির আইনে


খ। সুমেরীয় আইনে


গ। মনুসংহিতায় 


ঘ। কোনোটিতেই নয়


উত্তর: খ। সুমেরীয় আইনে



2. কোন্ প্রাচীন সভ্যতায় ক্রীতদাস প্রথা সর্বাপেক্ষা ব্যাপক আকার ধারণ করেছিল?


ক। রোমান 


খ। গ্রিক


গ। সুমেরীয়


ঘ। মিশরীয়


উত্তর: ক। রোমান 



3. জন্মসূত্রে ক্রীতদাসদের কী বলা হত?


 ক। ভার্মি 


খ। ভার্নি


গ। ভানিন


ঘ। রোমাস


উত্তর: খ। ভার্নি



4. রোমান সাম্রাজ্যের ভিত্তি কী ছিল?


ক। দাসপ্রথা


খ। বাণিজ্য


গ। কৃষি


ঘ। শ্রমিক


উত্তর: ক। দাসপ্রথা



5. রোমান সাম্রাজ্যের বেশিরভাগ ক্রীতদাস ছিল —


ক। দেশীয় 


খ। স্বাধীন


গ। বিদেশি


ঘ। শিক্ষিত


উত্তর: গ। বিদেশি



6. পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কী বলা হত?


ক। সিজার


খ। গ্ল্যাডিয়েটর


গ। ম্যানুমিসিও


ঘ। জিউস


উত্তর: গ। ম্যানুমিসিও



7. পালিয়ে যাওয়া ক্রীতদাসের কপালে কোন্ অক্ষর

    লিখে দেওয়া হত?


ক। A


খ। D


গ। Y


ঘ। F


উত্তর: ঘ। F



8. মিশরের অধিকাংশ ক্রীতদাস ছিল —


ক। গৃহভৃত্য 


খ।  শ্রমিক 


গ। সৈনিক


ঘ। শিল্পী


উত্তর: ক। গৃহভৃত্য 



9. যেসব দাস যোদ্ধা ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই

    করত তাদের কী বলা হত?


ক। হিরো


খ। বক্সার


গ। গ্ল্যাডিয়েটর


ঘ। সুমো


উত্তর: গ। গ্ল্যাডিয়েটর



10. রোমের কোন্ সম্রাট ক্রীতদাসদের প্রভুর অন্যায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার অধিকার দেন?


ক। রোমাস 


খ। সিজার


গ। ক্লডিয়াস


ঘ। নিরো


উত্তর: ঘ। নিরো



11. রোমান সভ্যতায় মুক্তিপ্রাপ্ত দাসদের কি বলা হত?


ক। লিবারটাস 


খ। লিবারী


গ। সার্ফ


ঘ। ম্যানর


উত্তর: ক। লিবারটাস 



12. স্পার্টাকাস ছিলেন একজন —


ক। দাসবিদ্রোহের নেতা 


খ। রাজা


গ। ধর্মগুরু


ঘ। সেনাপতি


উত্তর: ক। দাসবিদ্রোহের নেতা 



13. মিশরের সর্বোচ্চ শাসককে কী বলা হত?


ক। সম্রাট


খ। ফ্যারাও


গ। সুলতান


ঘ। রাজা


উত্তর: খ। ফ্যারাও



14. “মৌর্যযুগে ভারতে দাসপ্রথা ছিল না”—এ কথা বলেন?


ক। কৌটিল্য


খ। ফা-হিয়েন


গ। মেগাস্থিনিস


ঘ। হেরোডোটাস 


উত্তর: গ। মেগাস্থিনিস



15. হুইলার এর মতে হরপ্পা সভ্যতায় ভূমিদাসে পরিণত হয় —


ক। শ্রমিকরা


খ। বণিকরা


গ। শিল্পীরা


ঘ। কৃষকরা


উত্তর: ঘ। কৃষকরা



16. ঋগবেদে কাদের 'দাস' বা 'দস্যু' বলা হয়েছে —


ক। ক্ষত্রিয়দের


খ। অনার্যদের


গ।  বিদেশিদের


ঘ। শূদ্রদের


উত্তর: খ। অনার্যদের



17. দাসপ্রথাকে ম্লেচ্ছ প্রথা কে বলেছেন?


ক। কৌটিল্য


খ।  হরিষেন


গ। চন্দ্রগুপ্ত


ঘ। অশোক


উত্তর: ক। কৌটিল্য



18. 'আর্য মঞ্জুশ্রী মূলকল্প' গ্রন্থে ভারতের কেন রাজবংশকে 'দাসবংশীয়' বলে উল্লেখ করা হয়েছে—


ক। সেন


খ। চোল


গ। মৌর্য 


ঘ। পাল


উত্তর: ঘ। পাল



19. সুলতানি যুগে সুলতানের খাস দাসদের কী হল      হত?


ক। বন্দগান-ই-খাস


খ। দবির খাস


গ। বুরদা


ঘ। খোজা


উত্তর: ক। বন্দগান-ই-খাস



20. দিল্লির কোন্ সুলতান ভারত থেকে দাস রপ্তানি

      বন্ধ করে দেন?


ক। ইলতুৎমিস


খ। বলবন


গ। কুতুবউদ্দিন আইবক


ঘ। ফিরোজ শাহ তুঘলক


উত্তর: ঘ। ফিরোজ শাহ তুঘলক


21. সামন্ততন্ত্রের সর্বোচ্চ স্তরে কে থাকতেন ?


ক। রাজা 


খ। ব্যারন


গ। নাইট 


ঘ। সামন্তপ্রভু 


উত্তর: ক। রাজা 



22. সামন্ততন্ত্রের সর্বনিম্ন স্তরে কারা ছিলেন? 


ক। কৃষক


খ। নাইট 


গ। সার্ফ বা ভূমিদাস 


ঘ। ভিলেন 


উত্তর: গ। সার্ফ বা ভূমিদাস 



23. সামন্ততন্ত্রে ক্ষুদ্র কৃষকদের কি বলা হত ?


ক। ভিলেন 


খ। করাট 


গ। সার্ফ 


ঘ। ক্রফটার 


উত্তর: ক। ভিলেন 



24. সামন্ততন্ত্রে ভূমিহীন কৃষকদের কি বলা হত? 


ক। ভিলেন 


খ। করাট ও ক্রফটার 


গ। সার্ফ 


ঘ। ডিমিন 


উত্তর: খ। করাট ও ক্রফটার



25. সামন্ততন্ত্রে স্বাধীনতাহীন কৃষকদের কি বলা হত?


ক। ভিলেন 


খ। করাট 


গ। সার্ফ 


ঘ। ডিমিন 


উত্তর: গ। সার্ফ 



26. সামন্তপ্রভুদের শপথ গ্রহণের অনুষ্ঠানটির নাম—


ক। ফিফ 


খ। ব্যারন 


গ। ডিউক 


ঘ। ইনভেস্টিচার 


উত্তর: ঘ। ইনভেস্টিচার 



27. ইংল্যান্ডে সামন্তপ্রথার সূচনা করেন —


ক। ডিউক উইলিয়াম 


খ। ডিউক সলসবেরি 


গ। সপ্তম হেনরি 


ঘ। দশম চার্লস 


উত্তর: ক। ডিউক উইলিয়াম 



28. জার্মানির স্বাধীন যোদ্ধাদের সেনাপতির কাছে আনুগত্য জানানোর প্রথাকে বলা হয় —


ক। ইনভেস্টিচার 


খ। কমিটেটাস 


গ। ওথ 


ঘ। অভিষেক 


উত্তর: খ। কমিটেটাস 



29.  সামন্ততন্ত্রের বীর যোদ্ধাদের বলা হয় —


ক। সুমো 


খ। সামুরাই 


গ। নাইট 


ঘ। মাইট 


উত্তর: গ। নাইট 



30.  সামন্ততন্ত্রে বেগার খাটার প্রথাকে বলা হত —


ক। কর্ভি 


খ। সার্ফ 


গ। ডিমিন 


ঘ। টাইথ 


উত্তর: ক। কর্ভি 



31.  সামন্তপ্রথায় ধর্মকর ছিল কৃষকের মোট উৎপাদনের —


ক। 1/20  অংশ 


খ। ⅕ অংশ 


গ। 1/10 অংশ 


ঘ। 1/15 অংশ 


উত্তর: গ। 1/10 অংশ 



32. দুজন সামন্তপ্রভুর মধ্যে তরোয়ালের লড়াইকে বলা হত —


ক। ডুয়েল 


খ। ডুয়েট 


গ। ডায়েট 


ঘ। টুর্নামেন্ট 


উত্তর: ক। ডুয়েল 



33. সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল —


ক। সার্ফ 


খ। নাইট 


গ। ম্যানর হাউস 


ঘ। ট্রুবাদুর 


উত্তর: গ। ম্যানর হাউস 



34. ম্যানরের খাস জমিকে কী বলা হয়?


ক। ডিমিন


খ। ভিলেন


গ। হিরো


ঘ।  নাইট


উত্তর: ক। ডিমিন



35. সামন্ততন্ত্রে নাইটদের বীরত্বের আদর্শকে কী বলা

     হয়?


ক। নাইটহুড


খ। শিভালরি


গ। ট্রুবাদুর


ঘ। মিনেসিঙ্গার


উত্তর: খ। শিভালরি



36.চার্চ যে ধর্মকর আদায় করত তার নাম কী?


ক। কর্ভি


খ।  টাইলে


গ। টাইথ


ঘ। ক্যাপিশিও


উত্তর: গ। টাইথ



37. ভারতের সামন্ততন্ত্রকে 'আধা সামন্ততন্ত্র' বা 'সামন্ত ধাঁচের? কে বলেছেন?


ক। কোশাম্বী


খ। ব্যাসাম


গ। স্মিথ


ঘ। রামশরণ শৰ্মা


উত্তর: খ। ব্যাসাম



38. কবে রোমের পতন হয়?


ক। 1453 খ্রিস্টাব্দে


খ। 576 খ্রিস্টাব্দে


গ।  476 খ্রিস্টাব্দে


ঘ।  770 খ্রিস্টাব্দে


উত্তর: গ।  476 খ্রিস্টাব্দে



39. ক্রুশেড কাদের মধ্যে হয়?


ক। হিন্দু ও মুসলিমদের মধ্যে


খ। হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে


গ।  হিন্দু ও জৈনদের মধ্যে


ঘ। খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে


উত্তর: ঘ। খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে



40. ক্রুশেড কতদিন ধরে চলে?


ক। 200 বছর


খ। 300 বছর


গ। 100 বছর


ঘ। 400 বছর


উত্তর: ক। 200 বছর



41. বণিক ও কারিগরদের সমিতিকে কী বলা হয়?


ক। ক্লাব 


খ।  গিল্ড


গ। শিল্ড


ঘ। লিগ


উত্তর: খ। গিল্ড



42. নগর বিপ্লব কখন ঘটে?


ক। 900-1200 খ্রিস্টাব্দে


খ। 1000-1200 খ্রিস্টাব্দে


গ। 600-900 খ্রিস্টাব্দে 


ঘ। 1200 1600 খ্রিস্টাব্দে


উত্তর: ক। 900-1200 খ্রিস্টাব্দে



43. ভারতের প্রথম নগরায়ণ ঘটেছিল —


ক। মৌর্য যুগে


খ। গুপ্ত যুগে


গ। বৈদিক যুগে


ঘ। হরপ্পা সভ্যতায়


উত্তর: ঘ। হরপ্পা সভ্যতায়



44. মেসোপটেমিয়ার কোন স্থানে হরপ্পার সিল

    পাওয়া গেছে?


ক। উর


খ। সুমের


গ। আক্কাদ


ঘ। সুস


উত্তর: ক। উর



45. হরপ্পার কোন্ স্থানে বন্দরের ধ্বংসাবশেষ পাওয়া

      গেছে?


ক। রূপারে


খ। হরপ্পাতে


গ। লোথালে


ঘ। কালিবঙ্গানে


উত্তর: গ। লোথালে



46. মধ্যযুগে ইউরোপের নগরগুলি ছিল —


ক। পরিকল্পিত


খ। অপরিকল্পিত


গ। সুন্দর


ঘ। সুসজ্জিত


উত্তর: খ। অপরিকল্পিত



47. ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ ঘটে?


ক। 400 BC-তে


খ। 600 BC-তে


গ। 500 BC-তে


ঘ। 700 BC-তে


উত্তর: খ। 600 BC-তে



48. বৌদ্ধগ্রন্থ 'দীর্ঘনিকায়'-এ গৌতম বুদ্ধের সমসাময়িক কালে ভারতে ক-টি নগরের কথা বলা হয়েছে?


ক। 50 টি


খ। 40 টি


গ। 60 টি


ঘ। ৪০ টি


উত্তর: গ। 60 টি



49. সুলতানি যুগে ভারতের শ্রেষ্ঠ নগর ছিল —


ক। দিল্লি


খ। দৌলতাবাদ


গ। সুরাট


ঘ। লখনউ


উত্তর: ক। দিল্লি



50. ভারতে তৃতীয় নগরায়ণ কখন শুরু হয়?


ক। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে


খ। খ্রিস্টপূর্ব প্রথম শতকে


গ। খ্রিস্টীয় পঞ্চম শতকে


ঘ। খ্রিস্টীয় দশম শতকে


উত্তর: ঘ। খ্রিস্টীয় দশম শতকে





Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel




তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: wb class 11 history question paper,wb class 11 history syllabus, wb class 11 history syllabus, 2022, wb class 11 history suggestion 2022, wb class 11 history book pdf, wb class 11 history question paper 2022, wb class 11 history question answer, wb class 11 history book pdf,   উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনস  2023 ,  class 11 itihas notes in bengali, অর্থনীতির নানা দিক বড় প্রশ্ন উত্তর, একদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর , উচ্চমাধ্যমিক  অর্থনীতির নানা দিক  2 নম্বরের প্রশ্ন, উচ্চমাধ্যমিক অর্থনীতির নানা দিক  5নম্বরের প্রশ্ন, ক্লাস 11 অর্থনীতির নানা দিক  mcq, উচ্চ মাধ্যমিক  অর্থনীতির নানা দিক  বড় প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির  অর্থনীতির নানা দিক সাজেশন, HS History Suggestions 2023, HS History Suggestions 2023 with PDF Download, HS History Suggestion,
 

 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post