ইতিহাস
(একাদশ শ্রেণী)
পঞ্চম অধ্যায়
অর্থনীতির নানা দিক
সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. কোন প্রাচীন আইন সংহিতায় দাসপ্রথার উল্লেখ আছে?
ক। হামুরারির আইনে
খ। সুমেরীয় আইনে
গ। মনুসংহিতায়
ঘ। কোনোটিতেই নয়
উত্তর: খ। সুমেরীয় আইনে
2. কোন্ প্রাচীন সভ্যতায় ক্রীতদাস প্রথা সর্বাপেক্ষা ব্যাপক আকার ধারণ করেছিল?
ক। রোমান
খ। গ্রিক
গ। সুমেরীয়
ঘ। মিশরীয়
উত্তর: ক। রোমান
3. জন্মসূত্রে ক্রীতদাসদের কী বলা হত?
ক। ভার্মি
খ। ভার্নি
গ। ভানিন
ঘ। রোমাস
উত্তর: খ। ভার্নি
4. রোমান সাম্রাজ্যের ভিত্তি কী ছিল?
ক। দাসপ্রথা
খ। বাণিজ্য
গ। কৃষি
ঘ। শ্রমিক
উত্তর: ক। দাসপ্রথা
5. রোমান সাম্রাজ্যের বেশিরভাগ ক্রীতদাস ছিল —
ক। দেশীয়
খ। স্বাধীন
গ। বিদেশি
ঘ। শিক্ষিত
উত্তর: গ। বিদেশি
6. পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কী বলা হত?
ক। সিজার
খ। গ্ল্যাডিয়েটর
গ। ম্যানুমিসিও
ঘ। জিউস
উত্তর: গ। ম্যানুমিসিও
7. পালিয়ে যাওয়া ক্রীতদাসের কপালে কোন্ অক্ষর
লিখে দেওয়া হত?
ক। A
খ। D
গ। Y
ঘ। F
উত্তর: ঘ। F
8. মিশরের অধিকাংশ ক্রীতদাস ছিল —
ক। গৃহভৃত্য
খ। শ্রমিক
গ। সৈনিক
ঘ। শিল্পী
উত্তর: ক। গৃহভৃত্য
9. যেসব দাস যোদ্ধা ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই
করত তাদের কী বলা হত?
ক। হিরো
খ। বক্সার
গ। গ্ল্যাডিয়েটর
ঘ। সুমো
উত্তর: গ। গ্ল্যাডিয়েটর
10. রোমের কোন্ সম্রাট ক্রীতদাসদের প্রভুর অন্যায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার অধিকার দেন?
ক। রোমাস
খ। সিজার
গ। ক্লডিয়াস
ঘ। নিরো
উত্তর: ঘ। নিরো
11. রোমান সভ্যতায় মুক্তিপ্রাপ্ত দাসদের কি বলা হত?
ক। লিবারটাস
খ। লিবারী
গ। সার্ফ
ঘ। ম্যানর
উত্তর: ক। লিবারটাস
12. স্পার্টাকাস ছিলেন একজন —
ক। দাসবিদ্রোহের নেতা
খ। রাজা
গ। ধর্মগুরু
ঘ। সেনাপতি
উত্তর: ক। দাসবিদ্রোহের নেতা
13. মিশরের সর্বোচ্চ শাসককে কী বলা হত?
ক। সম্রাট
খ। ফ্যারাও
গ। সুলতান
ঘ। রাজা
উত্তর: খ। ফ্যারাও
14. “মৌর্যযুগে ভারতে দাসপ্রথা ছিল না”—এ কথা বলেন?
ক। কৌটিল্য
খ। ফা-হিয়েন
গ। মেগাস্থিনিস
ঘ। হেরোডোটাস
উত্তর: গ। মেগাস্থিনিস
15. হুইলার এর মতে হরপ্পা সভ্যতায় ভূমিদাসে পরিণত হয় —
ক। শ্রমিকরা
খ। বণিকরা
গ। শিল্পীরা
ঘ। কৃষকরা
উত্তর: ঘ। কৃষকরা
16. ঋগবেদে কাদের 'দাস' বা 'দস্যু' বলা হয়েছে —
ক। ক্ষত্রিয়দের
খ। অনার্যদের
গ। বিদেশিদের
ঘ। শূদ্রদের
উত্তর: খ। অনার্যদের
17. দাসপ্রথাকে ম্লেচ্ছ প্রথা কে বলেছেন?
ক। কৌটিল্য
খ। হরিষেন
গ। চন্দ্রগুপ্ত
ঘ। অশোক
উত্তর: ক। কৌটিল্য
18. 'আর্য মঞ্জুশ্রী মূলকল্প' গ্রন্থে ভারতের কেন রাজবংশকে 'দাসবংশীয়' বলে উল্লেখ করা হয়েছে—
ক। সেন
খ। চোল
গ। মৌর্য
ঘ। পাল
উত্তর: ঘ। পাল
19. সুলতানি যুগে সুলতানের খাস দাসদের কী হল হত?
ক। বন্দগান-ই-খাস
খ। দবির খাস
গ। বুরদা
ঘ। খোজা
উত্তর: ক। বন্দগান-ই-খাস
20. দিল্লির কোন্ সুলতান ভারত থেকে দাস রপ্তানি
বন্ধ করে দেন?
ক। ইলতুৎমিস
খ। বলবন
গ। কুতুবউদ্দিন আইবক
ঘ। ফিরোজ শাহ তুঘলক
উত্তর: ঘ। ফিরোজ শাহ তুঘলক
21. সামন্ততন্ত্রের সর্বোচ্চ স্তরে কে থাকতেন ?
ক। রাজা
খ। ব্যারন
গ। নাইট
ঘ। সামন্তপ্রভু
উত্তর: ক। রাজা
22. সামন্ততন্ত্রের সর্বনিম্ন স্তরে কারা ছিলেন?
ক। কৃষক
খ। নাইট
গ। সার্ফ বা ভূমিদাস
ঘ। ভিলেন
উত্তর: গ। সার্ফ বা ভূমিদাস
23. সামন্ততন্ত্রে ক্ষুদ্র কৃষকদের কি বলা হত ?
ক। ভিলেন
খ। করাট
গ। সার্ফ
ঘ। ক্রফটার
উত্তর: ক। ভিলেন
24. সামন্ততন্ত্রে ভূমিহীন কৃষকদের কি বলা হত?
ক। ভিলেন
খ। করাট ও ক্রফটার
গ। সার্ফ
ঘ। ডিমিন
উত্তর: খ। করাট ও ক্রফটার
25. সামন্ততন্ত্রে স্বাধীনতাহীন কৃষকদের কি বলা হত?
ক। ভিলেন
খ। করাট
গ। সার্ফ
ঘ। ডিমিন
উত্তর: গ। সার্ফ
26. সামন্তপ্রভুদের শপথ গ্রহণের অনুষ্ঠানটির নাম—
ক। ফিফ
খ। ব্যারন
গ। ডিউক
ঘ। ইনভেস্টিচার
উত্তর: ঘ। ইনভেস্টিচার
27. ইংল্যান্ডে সামন্তপ্রথার সূচনা করেন —
ক। ডিউক উইলিয়াম
খ। ডিউক সলসবেরি
গ। সপ্তম হেনরি
ঘ। দশম চার্লস
উত্তর: ক। ডিউক উইলিয়াম
28. জার্মানির স্বাধীন যোদ্ধাদের সেনাপতির কাছে আনুগত্য জানানোর প্রথাকে বলা হয় —
ক। ইনভেস্টিচার
খ। কমিটেটাস
গ। ওথ
ঘ। অভিষেক
উত্তর: খ। কমিটেটাস
29. সামন্ততন্ত্রের বীর যোদ্ধাদের বলা হয় —
ক। সুমো
খ। সামুরাই
গ। নাইট
ঘ। মাইট
উত্তর: গ। নাইট
30. সামন্ততন্ত্রে বেগার খাটার প্রথাকে বলা হত —
ক। কর্ভি
খ। সার্ফ
গ। ডিমিন
ঘ। টাইথ
উত্তর: ক। কর্ভি
31. সামন্তপ্রথায় ধর্মকর ছিল কৃষকের মোট উৎপাদনের —
ক। 1/20 অংশ
খ। ⅕ অংশ
গ। 1/10 অংশ
ঘ। 1/15 অংশ
উত্তর: গ। 1/10 অংশ
32. দুজন সামন্তপ্রভুর মধ্যে তরোয়ালের লড়াইকে বলা হত —
ক। ডুয়েল
খ। ডুয়েট
গ। ডায়েট
ঘ। টুর্নামেন্ট
উত্তর: ক। ডুয়েল
33. সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল —
ক। সার্ফ
খ। নাইট
গ। ম্যানর হাউস
ঘ। ট্রুবাদুর
উত্তর: গ। ম্যানর হাউস
34. ম্যানরের খাস জমিকে কী বলা হয়?
ক। ডিমিন
খ। ভিলেন
গ। হিরো
ঘ। নাইট
উত্তর: ক। ডিমিন
35. সামন্ততন্ত্রে নাইটদের বীরত্বের আদর্শকে কী বলা
হয়?
ক। নাইটহুড
খ। শিভালরি
গ। ট্রুবাদুর
ঘ। মিনেসিঙ্গার
উত্তর: খ। শিভালরি
36.চার্চ যে ধর্মকর আদায় করত তার নাম কী?
ক। কর্ভি
খ। টাইলে
গ। টাইথ
ঘ। ক্যাপিশিও
উত্তর: গ। টাইথ
37. ভারতের সামন্ততন্ত্রকে 'আধা সামন্ততন্ত্র' বা 'সামন্ত ধাঁচের? কে বলেছেন?
ক। কোশাম্বী
খ। ব্যাসাম
গ। স্মিথ
ঘ। রামশরণ শৰ্মা
উত্তর: খ। ব্যাসাম
38. কবে রোমের পতন হয়?
ক। 1453 খ্রিস্টাব্দে
খ। 576 খ্রিস্টাব্দে
গ। 476 খ্রিস্টাব্দে
ঘ। 770 খ্রিস্টাব্দে
উত্তর: গ। 476 খ্রিস্টাব্দে
39. ক্রুশেড কাদের মধ্যে হয়?
ক। হিন্দু ও মুসলিমদের মধ্যে
খ। হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে
গ। হিন্দু ও জৈনদের মধ্যে
ঘ। খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে
উত্তর: ঘ। খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে
40. ক্রুশেড কতদিন ধরে চলে?
ক। 200 বছর
খ। 300 বছর
গ। 100 বছর
ঘ। 400 বছর
উত্তর: ক। 200 বছর
41. বণিক ও কারিগরদের সমিতিকে কী বলা হয়?
ক। ক্লাব
খ। গিল্ড
গ। শিল্ড
ঘ। লিগ
উত্তর: খ। গিল্ড
42. নগর বিপ্লব কখন ঘটে?
ক। 900-1200 খ্রিস্টাব্দে
খ। 1000-1200 খ্রিস্টাব্দে
গ। 600-900 খ্রিস্টাব্দে
ঘ। 1200 1600 খ্রিস্টাব্দে
উত্তর: ক। 900-1200 খ্রিস্টাব্দে
43. ভারতের প্রথম নগরায়ণ ঘটেছিল —
ক। মৌর্য যুগে
খ। গুপ্ত যুগে
গ। বৈদিক যুগে
ঘ। হরপ্পা সভ্যতায়
উত্তর: ঘ। হরপ্পা সভ্যতায়
44. মেসোপটেমিয়ার কোন স্থানে হরপ্পার সিল
পাওয়া গেছে?
ক। উর
খ। সুমের
গ। আক্কাদ
ঘ। সুস
উত্তর: ক। উর
45. হরপ্পার কোন্ স্থানে বন্দরের ধ্বংসাবশেষ পাওয়া
গেছে?
ক। রূপারে
খ। হরপ্পাতে
গ। লোথালে
ঘ। কালিবঙ্গানে
উত্তর: গ। লোথালে
46. মধ্যযুগে ইউরোপের নগরগুলি ছিল —
ক। পরিকল্পিত
খ। অপরিকল্পিত
গ। সুন্দর
ঘ। সুসজ্জিত
উত্তর: খ। অপরিকল্পিত
47. ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ ঘটে?
ক। 400 BC-তে
খ। 600 BC-তে
গ। 500 BC-তে
ঘ। 700 BC-তে
উত্তর: খ। 600 BC-তে
48. বৌদ্ধগ্রন্থ 'দীর্ঘনিকায়'-এ গৌতম বুদ্ধের সমসাময়িক কালে ভারতে ক-টি নগরের কথা বলা হয়েছে?
ক। 50 টি
খ। 40 টি
গ। 60 টি
ঘ। ৪০ টি
উত্তর: গ। 60 টি
49. সুলতানি যুগে ভারতের শ্রেষ্ঠ নগর ছিল —
ক। দিল্লি
খ। দৌলতাবাদ
গ। সুরাট
ঘ। লখনউ
উত্তর: ক। দিল্লি
50. ভারতে তৃতীয় নগরায়ণ কখন শুরু হয়?
ক। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে
খ। খ্রিস্টপূর্ব প্রথম শতকে
গ। খ্রিস্টীয় পঞ্চম শতকে
ঘ। খ্রিস্টীয় দশম শতকে
উত্তর: ঘ। খ্রিস্টীয় দশম শতকে
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.