ইতিহাস
(একাদশ শ্রেণী)
চতুর্থ অধ্যায়
রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান
* সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. 'ভারতের ম্যাকিয়াভেলি' কাকে বলা হয়?
ক। কৌটিল্যকে
খ। চন্দ্রগুপ্ত মৌর্যকে
গ। অশোককে
ঘ। সমুদ্রগুপ্তকে
উত্তর: ক। কৌটিল্যকে
2. কৌটিল্য-এর প্রকৃত নাম ছিল —
ক। বিষ্ণুশর্মা
খ। বিষ্ণুগুপ্ত
গ। বিষ্ণুগুপ্ত
ঘ। বিষ্ণুসেন
উত্তর: খ। বিষ্ণুগুপ্ত
3. কৌটিল্য বা চাণক্য প্রধানমন্ত্রী ছিলেন —
ক। চন্দ্রগুপ্ত মৌর্যের
খ। প্রথম চন্দ্রগুপ্তের
গ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের
ঘ। সমুদ্রগুপ্তের
উত্তর: ক। চন্দ্রগুপ্ত মৌর্যের
4. 'অর্থশাস্ত্র' রচনা করেন —
ক। মানিক্য
খ। বীরবল
গ। চাণক্য
ঘ। চন্দ্রগুপ্ত
উত্তর: গ। চাণক্য
5. নন্দবংশের উচ্ছেদ করে মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন —
ক। চন্দ্রগুপ্ত মৌর্য
খ। চাণক্য
গ। কৌটিল্য
ঘ। অশোক
উত্তর: ক। চন্দ্রগুপ্ত মৌর্য
6. ‘অর্থশাস্ত্র' গ্রন্থটি আবিষ্কার করেন —
ক। শ্যাম বেনেগাল
খ। শ্যাম শাস্ত্রী
গ। রবি শাস্ত্রী
ঘ। সুনীল শাস্ত্রী
উত্তর: খ। শ্যাম শাস্ত্রী
7. অর্থশাস্ত্র আবিষ্কৃত হয় —
ক। 1945 খ্রিস্টাব্দে
খ। 1915 খ্রিস্টাব্দে
গ। 1905 খ্রিস্টাব্দে
ঘ। 1925 খ্রিস্টাব্দে
উত্তর: গ। 1905 খ্রিস্টাব্দে
৪. অর্থশাস্ত্রে মোট অধ্যায় ছিল —
ক। 11 টি
খ। 12 টি
গ। 13 টি
ঘ। 15টি
উত্তর: ঘ। 15টি
9. অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহরীতির কথা উল্লেখ
আছে?
ক। আট প্রকার
খ। সাত প্রকার
গ। ছয় প্রকার
ঘ। নয় প্রকার
উত্তর: ক। আট প্রকার
10. রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন —
ক। চাণক্য
খ। চন্দ্রগুপ্ত
গ। চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ। সমুদ্রগুপ্ত
উত্তর: ক। চাণক্য
11. কৌটিল্য কত প্রকার দুর্গের কথা বলেছেন?
ক। পাঁচ প্রকার
খ। চার প্রকার
গ। সাত প্রকার
ঘ। আট প্রকার
উত্তর: খ। চার প্রকার
12. 'ফতোয়া-ই-জাহান্দারি' গ্রন্থের লেখক হলেন —
ক। চাণক্য
খ। ম্যাকিয়াভেলি
গ। বরনি
ঘ। ইসানি
উত্তর: গ। বরনি
13. ‘ফতোয়া-ই-জাহান্দারি' গ্রন্থের মূল বিষয়বস্তু হল—
ক। অর্থনীতি
খ। ধর্ম
গ। আইন
ঘ। রাষ্ট্রনীতি
উত্তর: ঘ। রাষ্ট্রনীতি
14. বরনি দিল্লির সুলতানদের কোন্ দেশের রাজতন্ত্রের অনুকরণ করতে বলেছিলেন?
ক। আরবের
খ। মিশরের
গ। স্পেনের
ঘ। তুরস্কের
উত্তর: ক। আরবের
15. সুলতানি যুগে উচ্চবর্ণের মুসলিমদের বলা হত—
ক। আজরাল
খ। আজরাফ
গ। মানকি
ঘ। নাজবা
উত্তর: খ। আজরাফ
16. 'জিলুল্লাহ' কথাটির অর্থ হল —
ক। ঈশ্বরের আলো
খ। ঈশ্বরের হাত
গ। ঈশ্বরের ছায়া
ঘ। ঈশ্বরের আদেশ
উত্তর: গ। ঈশ্বরের ছায়া
17. মুসলিম ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু হলেন —
ক। পোপ
খ। মিকাডো
গ। ফ্যারাও
ঘ। খলিফা
উত্তর: ঘ। খলিফা
18. ভারতের কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি
লাভ করেন —
ক। ইলতুৎমিস
খ। বলবন
গ। আলাউদ্দিন খলজি
ঘ। মহম্মদ বিন তুঘলক
উত্তর: ক। ইলতুৎমিস
19. শরিয়ত আইন অনুসারে সর্বোচ্চ ক্ষমতার অধিকার কার —
ক। খলিফা
খ। ঈশ্বর বা আল্লা
গ। সুলতান
ঘ। উলেমা শ্রেণী
উত্তর: খ। ঈশ্বর বা আল্লা
20. মার্ক তুল্লি সিসেরো ছিলেন —
ক। রোমান রাষ্ট্রচিন্তাবিদ
খ। রোমান সম্রাট
গ। রোমান সেনাপতি
ঘ। এদের কেউই না
উত্তর: ক। রোমান রাষ্ট্রচিন্তাবিদ
21. 'De Republica' গ্রন্থটি রচনা করেন —
ক। প্লেটো
খ। সিসেরো
গ। পলিবিয়াস
ঘ।।অ্যারিস্টটল
উত্তর: খ। সিসেরো
22. কোন্ রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে সমবায় গঠনের কথা চিন্তা করেন?
ক। প্লেটো
খ। পলিবিয়াস
গ। সিসেরো
ঘ। সক্রেটিস
উত্তর: গ। সিসেরো
23. সিসেরোর মতে শ্রেষ্ঠ সরকার হল —
ক। রাজতন্ত্র
খ। অভিজাততন্ত্র
গ। গণতন্ত্র
ঘ। মিশ্রসরকার
উত্তর: ঘ। মিশ্রসরকার
24. সিসেরো আইনকে ভাগ করেছেন —
ক। দু-ভাগে
খ। তিন ভাগে
গ। চার ভাগে
ঘ। পাঁচ ভাগে
উত্তর: ক। দু-ভাগে
25. নতুন রাজতন্ত্র (New Monarchy) প্রতিষ্ঠা করেন —
ক। অষ্টম হেনরি
খ। সপ্তম হেনরি
গ। ক্রমওয়েল
ঘ। উলসি
উত্তর: খ। সপ্তম হেনরি
26. গোলাপের যুদ্ধ হয় কোন্ দেশের সিংহাসন নিয়ে?
ক। জার্মানির
খ। ফ্রান্সের
গ। ইংল্যান্ডের
ঘ। স্পেনের
উত্তর: গ। ইংল্যান্ডের
27. ইংল্যান্ডে জাতীয় চার্চ প্রতিষ্ঠা করেন —
ক। সপ্তম হেনরি
খ। প্রথম জেমস
গ। দ্বিতীয় চার্লস
ঘ। অষ্টম হেনরি
উত্তর: ক। সপ্তম হেনরি
28. 'অ্যাক্ট অফ সুপ্রিমেসি' পাশ হয় —
ক। 1534 খ্রিস্টাব্দে
খ। 1530 খ্রিস্টাব্দে
গ। 1543 খ্রিস্টাব্দে
ঘ। 1541 খ্রিস্টাব্দে
উত্তর: ক। 1534 খ্রিস্টাব্দে
29. টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের —
ক। রাজা
খ। মন্ত্রী
গ। যাজক
ঘ। বণিক
উত্তর: খ। মন্ত্রী
30. টমাস ক্রমওয়েল প্রাণদণ্ডে দণ্ডিত করেন —
ক। উলসিকে
খ। কিং লিয়ারকে
গ। টমাস মুরকে
ঘ। রানি এলিজাবেথকে
উত্তর: গ। টমাস মুরকে
31. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় —
ক। ম্যাকিয়াভেলিকে
খ। প্লেটোকে
গ। অ্যারিস্টটলকে
ঘ। পলিবিয়াসকে
উত্তর: ক। ম্যাকিয়াভেলিকে
32. 'The Prince' গ্রন্থের রচয়িতা —
ক। প্লেটো
খ। ম্যাকিয়াভেলি
গ। সিসেরো
ঘ। পলিবিয়াস
উত্তর: খ। ম্যাকিয়াভেলি
33. ম্যাকিয়াভেলি প্রজাতান্ত্রিক রাষ্ট্রকে কী বলেছেন?
ক। মুক্তরাষ্ট্র
খ। স্বাধীন
গ। নৈরাজ্যময়
ঘ। ধর্মীয় রাষ্ট্র
উত্তর: ক। মুক্তরাষ্ট্র
34. ম্যাকিয়াভেলি আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লোভী সুবিধাভোগী বলেছেন —
ক। বণিকদের
খ। মানুষকে
গ। আমলাদের
ঘ। মন্ত্রীদের
উত্তর: খ। মানুষকে
35. জাঁ বোঁদা একজন —
ক। ইংরেজ রাষ্ট্রচিন্তাবিদ
খ। জার্মান রাষ্ট্রচিন্তাবিদ
গ। ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ
ঘ। কোনোটিই নয়।
উত্তর: গ। ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ
36. চরম সার্বভৌমত্বের তত্ত্ব প্রথম প্রচার করেন —
ক। লক
খ। হবস
গ। রুশো
ঘ। বোঁদা
উত্তর: ঘ। বোঁদা
37. রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন —
ক। বোঁদা
খ। লক
গ। হবস
ঘ। ম্যাকিয়াভেলি
উত্তর: ক। বোঁদা
38. সার্বভৌম ধারণার জনক বলা হয় —
ক। লককে
খ। বোঁদাকে
গ। হবসকে
ঘ। ম্যাকিয়াভেলিকে
উত্তর: খ। বোঁদাকে
39. বোঁদা সার্বভৌম ক্ষমতার স্থানান্তরকে বলেছেন—
ক। যুদ্ধ
খ। গৃহযুদ্ধ
গ। বিপ্লব
ঘ। কোনোটিই নয়
উত্তর: গ। বিপ্লব
40. কোন ক্ষমতা রাষ্ট্রের আছে অন্য কোনো সংগঠনের নেই?
ক। সামরিক
খ। বিচার-সংক্রান্ত
গ। অর্থ-সঙ্ক্রান্ত
ঘ। সার্বভৌম ক্ষমতা
উত্তর: ঘ। সার্বভৌম ক্ষমতা
41. 'লেভিয়াথান' গ্রন্থের লেখক হলেন —
ক। হবস
খ। লক
গ। বোঁদা
ঘ। ম্যাকিয়াভেলি
উত্তর: ক। হবস
42. হবসের মতে 'প্রকৃতির রাজ্য' ছিল —
ক। শান্তিপূর্ণ
খ। নৈরাজ্যময়
গ। সাম্যবাদী
ঘ। কোনোটিই নয়
উত্তর: খ। নৈরাজ্যময়
43. হবদের মতে শ্রেষ্ঠ শাসনব্যবস্থা হল —
ক। গণতন্ত্র
খ। অভিজাততন্ত্র
গ। রাজতন্ত্র
ঘ। প্রজাতন্ত্র
উত্তর: গ। রাজতন্ত্র
44. "গণতান্ত্রিক ব্যবস্থা এথেন্সের পতনের অন্যতম কারণ।" - একথা বলেন —
ক। হবস
খ। লক
গ। বোঁদা
ঘ। রুশো
উত্তর: ক। হবস
45. পিউরিটান বিপ্লব হয় —
ক। ফ্রান্সে
খ। ইংল্যান্ডে
গ। স্পেনে
ঘ। ইটালিতে
উত্তর: খ। ইংল্যান্ডে
46. গৌরবময় বিপ্লব ইংল্যান্ডে সংগঠিত হয় —
ক। 1588 খ্রিস্টাব্দে
খ। 1788 খ্রিস্টাব্দে
গ। 1688 খ্রিস্টাব্দে
ঘ। 1888 খ্রিস্টাব্দে
উত্তর: গ। 1688 খ্রিস্টাব্দে
47. অধিকারের সনদ বা Bill of Rights আদায় করে—
ক। ফরাসিরা
খ। জার্মানরা
গ। স্পেনীয়রা
ঘ। ইংরেজরা
উত্তর: ঘ। ইংরেজরা
48.আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর প্রথম তাত্ত্বিক ও উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত বলা হয় —
ক। লককে
খ। হবসকে
গ। প্লেটোকে
ঘ। পলিবিয়াসকে
উত্তর: ক। লককে
49.স্যাট্রাপি ব্যবস্থা প্রচলিত ছিল —
ক। আরবে
খ। পারস্যে
গ। চিনে
ঘ। ইংল্যান্ডে
উত্তর: খ। পারস্যে
50. একটি বৃহৎ স্যাট্রাপির নাম হল —
ক। ব্যাবিলনিয়া
খ। নিম্ন মিশর
গ। কারিয়া
ঘ। সিরিয়া
উত্তর: ক। ব্যাবিলনিয়া
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.