একাদশ শ্রেণী | চতুর্থ অধ্যায়: রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান | ইতিহাস | Class 11 WBCHSE History MCQ

wb-class-11-history-chapter-4-question-answer

 
প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী ইতিহাসের চতুর্থ অধ্যায়  রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান এর গুরুত্বপূর্ণ  বিকল্পভিত্তিক  রশ্নোত্তর ।

ইতিহাস 

(একাদশ শ্রেণী)

চতুর্থ অধ্যায়

রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান



* সঠিক উত্তরটি নির্বাচন করো :


1. 'ভারতের ম্যাকিয়াভেলি' কাকে বলা হয়?


ক। কৌটিল্যকে


খ। চন্দ্রগুপ্ত মৌর্যকে


গ। অশোককে


ঘ। সমুদ্রগুপ্তকে


উত্তর: ক। কৌটিল্যকে



2. কৌটিল্য-এর প্রকৃত নাম ছিল —


ক। বিষ্ণুশর্মা


খ। বিষ্ণুগুপ্ত


গ। বিষ্ণুগুপ্ত 


ঘ। বিষ্ণুসেন


উত্তর: খ। বিষ্ণুগুপ্ত



3. কৌটিল্য বা চাণক্য প্রধানমন্ত্রী ছিলেন —


ক। চন্দ্রগুপ্ত মৌর্যের


খ। প্রথম চন্দ্রগুপ্তের


গ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের


ঘ। সমুদ্রগুপ্তের


উত্তর: ক। চন্দ্রগুপ্ত মৌর্যের



4. 'অর্থশাস্ত্র' রচনা করেন —


ক। মানিক্য


খ। বীরবল


গ। চাণক্য


ঘ। চন্দ্রগুপ্ত


উত্তর: গ। চাণক্য



5. নন্দবংশের উচ্ছেদ করে মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন —


ক। চন্দ্রগুপ্ত মৌর্য


খ। চাণক্য


গ। কৌটিল্য


ঘ। অশোক


উত্তর: ক। চন্দ্রগুপ্ত মৌর্য



6. ‘অর্থশাস্ত্র' গ্রন্থটি আবিষ্কার করেন —


ক। শ্যাম বেনেগাল


খ। শ্যাম শাস্ত্রী


গ।  রবি শাস্ত্রী


ঘ। সুনীল শাস্ত্রী


উত্তর: খ। শ্যাম শাস্ত্রী



7. অর্থশাস্ত্র আবিষ্কৃত হয় —


ক। 1945 খ্রিস্টাব্দে 


খ। 1915 খ্রিস্টাব্দে


গ। 1905 খ্রিস্টাব্দে


ঘ। 1925 খ্রিস্টাব্দে


উত্তর: গ। 1905 খ্রিস্টাব্দে



৪. অর্থশাস্ত্রে মোট অধ্যায় ছিল —


ক।  11 টি


খ। 12 টি 


গ। 13 টি


ঘ। 15টি


উত্তর: ঘ। 15টি



9. অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহরীতির কথা উল্লেখ

   আছে?


ক। আট প্রকার 


খ। সাত প্রকার


গ। ছয় প্রকার 


ঘ। নয় প্রকার 


উত্তর: ক। আট প্রকার 



10. রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন —


ক। চাণক্য 


খ। চন্দ্রগুপ্ত


গ। চন্দ্রগুপ্ত মৌর্য 


ঘ। সমুদ্রগুপ্ত


উত্তর: ক। চাণক্য 



11. কৌটিল্য কত প্রকার দুর্গের কথা বলেছেন?


ক। পাঁচ প্রকার


খ। চার প্রকার


গ।  সাত প্রকার


ঘ। আট প্রকার


উত্তর: খ। চার প্রকার



12. 'ফতোয়া-ই-জাহান্দারি' গ্রন্থের লেখক হলেন —


ক।  চাণক্য 


খ। ম্যাকিয়াভেলি


গ। বরনি


ঘ। ইসানি


উত্তর: গ। বরনি



13. ‘ফতোয়া-ই-জাহান্দারি' গ্রন্থের মূল বিষয়বস্তু হল—


ক। অর্থনীতি


খ। ধর্ম


গ। আইন


ঘ। রাষ্ট্রনীতি


উত্তর: ঘ। রাষ্ট্রনীতি



14. বরনি দিল্লির সুলতানদের কোন্ দেশের রাজতন্ত্রের অনুকরণ করতে বলেছিলেন?


 ক। আরবের


খ। মিশরের


গ। স্পেনের


ঘ। তুরস্কের


উত্তর: ক। আরবের


15. সুলতানি যুগে উচ্চবর্ণের মুসলিমদের বলা হত—


 ক। আজরাল


খ। আজরাফ


গ। মানকি


ঘ। নাজবা


উত্তর: খ। আজরাফ



16. 'জিলুল্লাহ' কথাটির অর্থ হল —


ক। ঈশ্বরের আলো 


খ।  ঈশ্বরের হাত


গ। ঈশ্বরের ছায়া


ঘ। ঈশ্বরের আদেশ


উত্তর: গ। ঈশ্বরের ছায়া



17. মুসলিম ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু হলেন —


ক। পোপ


খ। মিকাডো 


গ। ফ্যারাও


ঘ। খলিফা


উত্তর: ঘ। খলিফা



18. ভারতের কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি

    লাভ করেন —


ক।  ইলতুৎমিস


খ। বলবন


গ। আলাউদ্দিন খলজি


ঘ। মহম্মদ বিন তুঘলক


উত্তর: ক।  ইলতুৎমিস



19. শরিয়ত আইন অনুসারে সর্বোচ্চ ক্ষমতার অধিকার কার —


ক। খলিফা


খ। ঈশ্বর বা আল্লা


গ। সুলতান


ঘ। উলেমা শ্রেণী


উত্তর: খ। ঈশ্বর বা আল্লা



20. মার্ক তুল্লি সিসেরো ছিলেন —


ক। রোমান রাষ্ট্রচিন্তাবিদ


খ। রোমান সম্রাট 


গ। রোমান সেনাপতি


ঘ। এদের কেউই না


উত্তর: ক। রোমান রাষ্ট্রচিন্তাবিদ



 21. 'De Republica' গ্রন্থটি রচনা করেন —


 ক। প্লেটো


খ। সিসেরো


গ। পলিবিয়াস


ঘ।।অ্যারিস্টটল


উত্তর: খ। সিসেরো



22. কোন্ রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে সমবায়  গঠনের কথা চিন্তা করেন?


ক। প্লেটো 


খ। পলিবিয়াস


গ। সিসেরো


ঘ। সক্রেটিস


উত্তর: গ। সিসেরো



23. সিসেরোর মতে শ্রেষ্ঠ সরকার হল —


ক। রাজতন্ত্র 


খ। অভিজাততন্ত্র 


গ। গণতন্ত্র


ঘ। মিশ্রসরকার


উত্তর: ঘ। মিশ্রসরকার



24. সিসেরো আইনকে ভাগ করেছেন —


ক। দু-ভাগে


খ। তিন ভাগে


গ। চার ভাগে


ঘ। পাঁচ ভাগে


উত্তর: ক। দু-ভাগে



25. নতুন রাজতন্ত্র (New Monarchy) প্রতিষ্ঠা করেন —


ক। অষ্টম হেনরি 


খ। সপ্তম হেনরি 


গ। ক্রমওয়েল


ঘ। উলসি


উত্তর: খ। সপ্তম হেনরি 



26. গোলাপের যুদ্ধ হয় কোন্ দেশের সিংহাসন নিয়ে? 


ক। জার্মানির


খ। ফ্রান্সের


গ। ইংল্যান্ডের 


ঘ। স্পেনের


উত্তর: গ। ইংল্যান্ডের 



27. ইংল্যান্ডে জাতীয় চার্চ প্রতিষ্ঠা করেন —


ক। সপ্তম হেনরি 


খ। প্রথম জেমস


গ। দ্বিতীয় চার্লস


ঘ। অষ্টম হেনরি


উত্তর: ক। সপ্তম হেনরি 



28. 'অ্যাক্ট অফ সুপ্রিমেসি' পাশ হয় —


ক। 1534 খ্রিস্টাব্দে


খ। 1530 খ্রিস্টাব্দে


গ। 1543 খ্রিস্টাব্দে


ঘ। 1541 খ্রিস্টাব্দে


উত্তর: ক। 1534 খ্রিস্টাব্দে



29. টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের —


ক। রাজা 


খ। মন্ত্রী


গ। যাজক


ঘ। বণিক 


উত্তর: খ। মন্ত্রী



30. টমাস ক্রমওয়েল প্রাণদণ্ডে দণ্ডিত করেন —


ক। উলসিকে


খ। কিং লিয়ারকে


গ।  টমাস মুরকে 


ঘ। রানি এলিজাবেথকে


উত্তর: গ।  টমাস মুরকে 



31. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় —


ক। ম্যাকিয়াভেলিকে 


খ। প্লেটোকে


গ। অ্যারিস্টটলকে


ঘ।  পলিবিয়াসকে


উত্তর: ক। ম্যাকিয়াভেলিকে 



32. 'The Prince' গ্রন্থের রচয়িতা —


ক। প্লেটো


খ। ম্যাকিয়াভেলি


গ। সিসেরো


ঘ। পলিবিয়াস


উত্তর: খ। ম্যাকিয়াভেলি



33. ম্যাকিয়াভেলি প্রজাতান্ত্রিক রাষ্ট্রকে কী বলেছেন?


ক। মুক্তরাষ্ট্র


খ। স্বাধীন


গ। নৈরাজ্যময়


ঘ। ধর্মীয় রাষ্ট্র


উত্তর: ক। মুক্তরাষ্ট্র



34. ম্যাকিয়াভেলি আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লোভী সুবিধাভোগী বলেছেন —


ক। বণিকদের


খ। মানুষকে


গ। আমলাদের


ঘ। মন্ত্রীদের


উত্তর: খ। মানুষকে



35. জাঁ বোঁদা একজন —


ক। ইংরেজ রাষ্ট্রচিন্তাবিদ 


খ। জার্মান রাষ্ট্রচিন্তাবিদ


গ। ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ 


ঘ। কোনোটিই নয়।


উত্তর: গ। ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ 



36. চরম সার্বভৌমত্বের তত্ত্ব প্রথম প্রচার করেন —


ক। লক


খ। হবস


গ। রুশো


ঘ। বোঁদা


উত্তর: ঘ। বোঁদা



37. রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন —


ক। বোঁদা 


খ।  লক


গ।  হবস


ঘ। ম্যাকিয়াভেলি


উত্তর: ক। বোঁদা 



38. সার্বভৌম ধারণার জনক বলা হয় —


ক। লককে


খ। বোঁদাকে


গ। হবসকে


ঘ। ম্যাকিয়াভেলিকে


উত্তর: খ। বোঁদাকে



39. বোঁদা সার্বভৌম ক্ষমতার স্থানান্তরকে বলেছেন—


ক। যুদ্ধ


খ। গৃহযুদ্ধ


গ। বিপ্লব


ঘ। কোনোটিই নয়


উত্তর: গ। বিপ্লব



40. কোন ক্ষমতা রাষ্ট্রের আছে অন্য কোনো সংগঠনের নেই?


ক। সামরিক 


খ। বিচার-সংক্রান্ত


গ। অর্থ-সঙ্ক্রান্ত


ঘ। সার্বভৌম ক্ষমতা


উত্তর: ঘ। সার্বভৌম ক্ষমতা



41. 'লেভিয়াথান' গ্রন্থের লেখক হলেন —


ক। হবস


খ। লক


গ। বোঁদা


ঘ। ম্যাকিয়াভেলি


উত্তর: ক। হবস



42. হবসের মতে 'প্রকৃতির রাজ্য' ছিল —


ক। শান্তিপূর্ণ


খ। নৈরাজ্যময়


গ। সাম্যবাদী


ঘ। কোনোটিই নয়


উত্তর: খ। নৈরাজ্যময়



43. হবদের মতে শ্রেষ্ঠ শাসনব্যবস্থা হল —


ক। গণতন্ত্র


খ। অভিজাততন্ত্র


গ। রাজতন্ত্র


ঘ। প্রজাতন্ত্র


উত্তর: গ। রাজতন্ত্র



44. "গণতান্ত্রিক ব্যবস্থা এথেন্সের পতনের অন্যতম কারণ।" - একথা বলেন —


ক। হবস


খ। লক


গ। বোঁদা


ঘ। রুশো


উত্তর: ক। হবস



45. পিউরিটান বিপ্লব হয় —


ক। ফ্রান্সে


খ। ইংল্যান্ডে


গ। স্পেনে


ঘ। ইটালিতে


উত্তর: খ। ইংল্যান্ডে



46. গৌরবময় বিপ্লব ইংল্যান্ডে সংগঠিত হয় —


ক। 1588 খ্রিস্টাব্দে


খ। 1788 খ্রিস্টাব্দে


গ। 1688 খ্রিস্টাব্দে


ঘ। 1888 খ্রিস্টাব্দে


উত্তর: গ। 1688 খ্রিস্টাব্দে



47. অধিকারের সনদ বা Bill of Rights আদায় করে—


ক। ফরাসিরা


খ। জার্মানরা


গ। স্পেনীয়রা


ঘ। ইংরেজরা


উত্তর: ঘ। ইংরেজরা



48.আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর প্রথম তাত্ত্বিক ও উদারনৈতিক রাষ্ট্রচিন্তার অগ্রদূত বলা হয় —


ক। লককে


খ। হবসকে


গ। প্লেটোকে


ঘ। পলিবিয়াসকে


উত্তর: ক। লককে



49.স্যাট্রাপি ব্যবস্থা প্রচলিত ছিল —


ক। আরবে


খ। পারস্যে


গ। চিনে


ঘ। ইংল্যান্ডে


উত্তর: খ। পারস্যে



50. একটি বৃহৎ স্যাট্রাপির নাম হল —


ক। ব্যাবিলনিয়া


খ। নিম্ন মিশর


গ। কারিয়া


ঘ। সিরিয়া


উত্তর: ক। ব্যাবিলনিয়া




Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel




তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: wb class 11 history question paper,wb class 11 history syllabus, wb class 11 history syllabus, 2022, wb class 11 history suggestion 2022, wb class 11 history book pdf, wb class 11 history question paper 2022, wb class 11 history question answer, wb class 11 history book pdf,   উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনস  2023 ,  class 11 itihas notes in bengali,  রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান বড় প্রশ্ন উত্তর, একদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর , উচ্চমাধ্যমিক  অর্থনীতির নানা দিক  2 নম্বরের প্রশ্ন, উচ্চমাধ্যমিক  রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান  5 নম্বরের প্রশ্ন, ক্লাস 11  রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান  mcq, উচ্চ মাধ্যমিক   রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান  বড় প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির   রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান সাজেশন, HS History Suggestions 2023, HS History Suggestions 2023 with PDF Download, HS History Suggestion,
 

 © Pothon Pathon Online


0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post