একাদশ শ্রেণী | ষষ্ঠ অধ্যায়: সমাজের গতিশীলতা | Class 11 WBCHSE History MCQ

wb-class-11-history-chapter-6-question-answer

 
প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী ইতিহাসের ষষ্ঠ অধ্যায়  সমাজের গতিশীলতা এর গুরুত্বপূর্ণ  বিকল্পভিত্তিক  রশ্নোত্তর ।

ইতিহাস 

(একাদশ শ্রেণী)

ষষ্ঠ অধ্যায়

সমাজের গতিশীলতা


* সঠিক উত্তরটি নির্বাচন করো :


1. ভারতে বর্ণপ্রথার সূচনা হয়েছিল —


ক। ঋগবেদের যুগে


খ। পরবর্তী বৈদিক যুগে


গ। মহাকাব্যের যুগে


ঘ। প্রতিবাদী ধর্ম-আন্দোলনের যুগে


উত্তর: খ। পরবর্তী বৈদিক যুগে



2. গ্রিসের প্রথম দাস-বাজারটি গড়ে ওঠে —


ক। কিওসে


খ। ডেলসে


গ। করিন্থে


ঘ। ইজিনাতে


উত্তর: ক। কিওসে



 3. স্পার্টাতে ক্রীতদাসদের বলা হত —


ক। কাইলারি


খ। হেলট


গ। পেরিওকয়


ঘ। পেনেসটাই


উত্তর: খ। হেলট



4. স্পার্টা কী ধরনের রাষ্ট্র ছিল?


ক। রাজতান্ত্রিক


খ। গণতান্ত্রিক


গ। সামন্ততান্ত্রিক


ঘ। অভিজাততান্ত্রিক


উত্তর: ঘ। অভিজাততান্ত্রিক



5. স্পার্টাতে হেলটদের বিরুদ্ধে ‘বাৎসরিক যুদ্ধ'

    ঘোষণা করত —


ক। অভিজাতরা


খ। ম্যাজিস্ট্রেটরা


গ। নাগরিকরা


ঘ। পেরিওকয়রা


উত্তর: খ। ম্যাজিস্ট্রেটরা



6. স্পার্টায় দাসবিদ্রোহ ঘটে —


ক। 464 BC-তে


খ। 644 BC-তে


গ। 476 BC-তে 


ঘ। 1453 AD-তে


উত্তর: ক। 464 BC-তে



7. স্পার্টা রাষ্ট্রটি গড়ে ওঠে ক-টি গ্রাম নিয়ে?


ক। 3টি


খ। 4টি


গ। 5টি


ঘ। 6টি


উত্তর: গ। 5টি



৪. স্পার্টার স্বাধীন নাগরিকদের সংখ্যা হেলটদের থেকে —


ক। কম ছিল


খ। বেশি ছিল


গ। সমান ছিল


ঘ। কোনোটিই নয়


উত্তর: ক। কম ছিল



9. প্রাচীন ভারতে পঞ্চম শ্রেণি বলা হত —


ক। কুষাণদের


খ। মুচি-মেথরদের 


গ। অনার্যদের 


ঘ। ব্রাহ্মণদের


উত্তর: খ। মুচি-মেথরদের 



10. দ্বিজ বলা হয় —


ক। ব্রাহ্মণদের


খ। ব্রাহ্মণ ও বৈশ্যদের


গ। বৈশ্য ও শূদ্রদের


ঘ। ক্ষত্রিয় ও বৈশ্যদের


উত্তর: ক। ব্রাহ্মণদের



11. আর্যসমাজে প্রথম বিভিন্ন সম্প্রদায় বা গোষ্ঠীর সৃষ্টি হয় কীসের ওপর নির্ভর করে?


ক। বংশের ওপর


খ। পেশা বা বৃত্তির ওপর


গ। শক্তি বা ক্ষমতার ওপর


ঘ। বর্ণ বা গায়ের রং-এর ওপর


উত্তর: খ। পেশা বা বৃত্তির ওপর



12. ব্রাত্য ও নিষাদদের পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থান হ্রাস পাওয়ার ফলে তারা কী নামে পরিচিত হয়? 


ক। পতিত ক্ষত্রিয়


খ। যবন


গ। কিরাত


ঘ। চণ্ডাল


উত্তর: ঘ। চণ্ডাল



13. ব্রাত্য শব্দটির অর্থ হল —


ক। দল


খ। জাতি


গ। নিষিদ্ধ


ঘ। কোনোটিই নয়


উত্তর: ক। দল



14. সপ্তজাতিতত্ত্বের প্রবক্তা হলেন —


ক। কৌটিল্য


খ। মেগাস্থিনিস


গ। চাণক্য


ঘ। চন্দ্রগুপ্ত 


উত্তর: খ। মেগাস্থিনিস



15. বর্তমান ভারতের ভিলরা কোন্ জাতিগোষ্ঠীর মানুষ ?


ক। ব্রাত্য


খ। পতিত ক্ষত্রিয়


গ। নিষাদ


ঘ। আর্য


উত্তর: গ। নিষাদ



16. হিন্দুধর্ম গ্রহণ করার পর যবন, শক, হুন,  কুষাণরা কী নামে পরিচিত হয়?


ক। ব্রাত্য


খ। নিষাদ


গ। পতিত ক্ষত্রিয়


ঘ। ক্ষত্রিয়


উত্তর: গ। পতিত ক্ষত্রিয়



17. কুষাণ সম্রাট কনিষ্ক কোন্ ধর্ম গ্রহণ করেন?


ক। বৌদ্ধ


খ। জৈন


গ। শৈব


ঘ। হিন্দু


উত্তর: ক। বৌদ্ধ



18. 712 স্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই  সময়কালকে কোন যুগ বলা হয়?


ক। প্রাচীন 


খ। আদি মধ্যযুগ


গ। গুপ্ত


ঘ। মৌর্য 


উত্তর: খ। আদি মধ্যযুগ



19. অগ্নিকুল তত্ত্ব অনুসারে বশিষ্ঠ মুনির যজ্ঞ অগ্নি থেকে কাদের উৎপত্তি হয়?


ক। ক্ষত্রিয়


খ। কুষাণ


গ। রাজপুত


ঘ। যোদ্ধা


উত্তর: গ। রাজপুত



20. 'History of Rajputana' গ্রন্থটি কে রচনা করেন ?


ক। গৌরীশঙ্কর দে


খ। গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা


গ। কৃত্তিবাস ওঝা


ঘ। দয়ারাম সাহানি


উত্তর: খ। গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা



21. 'Annals and Antiquities of Rajasthan' (রাজস্থানের ইতিহাস) গ্রন্থটির লেখক হলেন —


ক। কর্নেল টড


খ। জেমস মিল


গ। অ্যাডাম স্মিথ


ঘ। হবসন


উত্তর: ক। কর্নেল টড



22. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়?


ক। 1292 খ্রিস্টাব্দে


খ। 1192 খ্রিস্টাব্দে


গ। 1206 খ্রিস্টাব্দে 


ঘ। 1526 খ্রিস্টাব্দে


উত্তর: খ। 1192 খ্রিস্টাব্দে



23. কাদের আক্রমণে রাজপুত জাতিগুলির পতন হয় —


ক। মোগল


খ। আরব


গ। তুর্কি


ঘ। মোঙ্গল


উত্তর: গ। তুর্কি



24. অর্থশাস্ত্রে ক-প্রকার বিবাহরীতির কথা উল্লেখ আছে?


ক। পাঁচ প্রকার


খ। ছয় প্রকার


গ। সাত প্রকার


ঘ। আট প্রকার


উত্তর: ঘ। আট প্রকার



25. অর্থশাস্ত্রে ক-প্রকার স্ত্রীধনের কথা উল্লেখ আছে?


ক। ছয় প্রকার


খ। চার প্রকার


গ। তিন প্রকার


ঘ। পাঁচ প্রকার


উত্তর: খ। চার প্রকার



26. অর্থশাস্ত্র অনুসারে একটি নারীর সর্বোচ্চ স্ত্রীধনের পরিমাণ কত?


ক। 2000 পণের কম 


খ।  200 পণের বেশি


গ।  500 পণের কম


ঘ। 500 পণের বেশি।


উত্তর: ক। 2000 পণের কম 



27. নেফারতিতি ও ক্লিওপেট্রা কোন দেশের রানি ছিলেন?


ক। গ্রিসের


খ। মিশরের


গ। চিনের


ঘ। ভারতের


উত্তর: খ। মিশরের


28. প্রথম মহিলা ফ্যারাও-এর নাম হল —


ক। নেফারতিতি


খ। তুতেনখামেন


গ। হ্যাটসেপসুট 


ঘ। নূরজাহান 


উত্তর: গ। হ্যাটসেপসুট  

 

29. রোমান কবি হেরাস ও লুকান কাকে মিশরের

লজ্জা বলেছেন? 


ক। নেফারতিতিকে


খ। ক্লিওপেট্রাকে 


গ। নূরজাহানকে


ঘ। দুর্গাবতীকে


উত্তর: খ। ক্লিওপেট্রাকে 



30. ক্লিওপেট্রাকে কে হত্যা করে ক্ষমতা সুদৃঢ় করেন?


ক। ত্রয়োদশ টলেমি


খ। চতুৰ্দশ টলেমি


গ। সিজার


ঘ। মার্ক অ্যান্টনি


উত্তর: খ। চতুৰ্দশ টলেমি



31. কোন বিষাক্ত সাপের ছোবলে ক্লিওপেট্রা আত্মহত্যা করেন? 


ক। অ্যাসপ


খ। কোবরা


গ। কপারহেট 


ঘ। মোম্বা


উত্তর: ক। অ্যাসপ



32. 'সিজার অ্যান্ড ক্লিওপেট্রা' নাটকটির রচয়িতা —


ক। শেকসপিয়র


খ। জর্জ বার্নার্ড শ 


গ। কিটস


ঘ। শেলি


উত্তর: খ। জর্জ বার্নার্ড শ 



33. 'অ্যান্টনি-ক্লিওপেট্রা' নাটকটি রচনা করেন —


ক। শেকসপিয়র


খ। জর্জ বার্নার্ড শ


গ। কিটস


ঘ। শেলি


উত্তর: ক। শেকসপিয়র



34. রিজিয়া কার হাতে বন্দি হন?


ক। বলবনের 


খ। আলতুনিয়ার 


গ।  আইতাগিলের


ঘ।  ইয়াকুত্ খাঁর


উত্তর: খ। আলতুনিয়ার 



35. রানি দুর্গাবতী কীভাবে আত্মহত্যা করেন? 


ক। বিষপান করে


খ। সর্পাঘাতে


গ। ছুরিকাঘাতে


ঘ। আগুনে ঝাঁপ দিয়ে 


উত্তর: গ। ছুরিকাঘাতে



36. 24 জুন (1564 খ্রিস্টাব্দ) কার আত্মাহুতির দিনটিকে ভারতে শহিদ ব্রতরূপে পালন করা হয়? 


ক। রাজিয়া


খ। নূরজাহানের


গ। রানি দুর্গাবতীর


ঘ। মেহেরউন্নিসার


উত্তর: গ। রানি দুর্গাবতীর



37. রাজপুত নারীদের আগুনে ঝাঁপ দেওয়ার কী বলা হত —

 

ক। জহরব্রত


খ। অগ্নিপ্রবেশ


গ। অগ্নিশুদ্ধি


ঘ। কোনোটিই নয়


উত্তর: ক। জহরব্রত



38. রানি দুর্গাবতীর রাজ্যটির নাম কী ছিল?


ক।  চিতোর 


খ। গন্ডোয়ানা


গ। আজমির


ঘ। কাটাঙ্গা 


উত্তর: খ। গন্ডোয়ানা



39. নূরজাহানের প্রকৃত নাম —


ক। মেহেরউন্নিসা


খ। আরজুমান্দ বানু


গ। লাডলি


ঘ। মীরজাহান


উত্তর: ক। মেহেরউন্নিসা



40. নূরজাহানকে জাহাঙ্গির করে বিবাহ করেন?


ক। 1607 খ্রিস্টাব্দে 


খ। 1611 খ্রিস্টাব্দে


গ। 1614 খ্রিস্টাব্দে


ঘ। 1605 খ্রিস্টাব্দে


উত্তর: খ। 1611 খ্রিস্টাব্দে



41. 'নূরজাহান' শব্দটির অর্থ —


ক। বিশ্বসুন্দরী


খ। সুন্দর হৃদয়


গ। জগতের আলো


ঘ। জগতের সুখ


উত্তর: গ। জগতের আলো



42. নূরজাহানের কন্যার নাম কী?


ক। আরজু 


খ। লাডলি


গ। মেহের 


ঘ। সেলিমা


উত্তর: খ। লাডলি



43. নূরজাহানের সমাধি আছে —


ক। আগ্রাতে


খ। লাহোরে


গ। দিল্লিতে


ঘ। বর্ধমানে


উত্তর: খ। লাহোরে



44. নূরজাহানের প্রথম স্বামী ছিলেন —


ক। আলিকুলি বেগ 


খ। আলিবর্দি খাঁ


গ। আলি মর্দান 


ঘ। আলি সাহেব


উত্তর: ক। আলিকুলি বেগ 



45. নূরজাহানের পিতার নাম —


ক। মির্জা হাসান


খ। মির্জা গিয়াস বেগ


গ। আসফ খাঁ


ঘ। খুররম


উত্তর: খ। মির্জা গিয়াস বেগ



46. সুলতান রাজিয়ার পিতার নাম —


ক। বলবন


খ। ইলতুৎমিস


গ। কুতুবউদ্দিন আইবক 


ঘ। আমির খসরু 


উত্তর: খ। ইলতুৎমিস



47. দিল্লির তুর্কি অভিজাতদের গোষ্ঠীর নাম কী?


ক। চার চক্র


খ। চল্লিশ চক্র


গ। দশ চক্র


ঘ। বিশ চক্র


উত্তর: খ। চল্লিশ চক্র



48. গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে ক-টি জাতির কথা উল্লেখ করেছেন?


ক। চারটি


খ। পাঁচটি


গ। ছয়টি 


ঘ। সাতটি


উত্তর: ঘ। সাতটি



49. প্রাচীন মিশরের রানি নেফারতিতি —


ক। পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন


খ। মিশরের শেষ ফ্যারাও ছিলেন


গ। আখেতাতেন শহর নির্মাণ করেন


ঘ। আখেনাটেনের প্রধান মহিষী ও সহকারী শাসক ছিলেন


উত্তর: ঘ। আখেনাটেনের প্রধান মহিষী ও সহকারী  শাসক ছিলেন



50. নিষাদ কাদের বলা হত?


ক। শূদ্রদের


খ। অরণ্যভূমির উপজাতিদের 


গ। পার্বত্য উপজাতিদের


ঘ। দ্রাবিড়দের


উত্তর: খ। অরণ্যভূমির উপজাতিদের 




Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel




তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: wb class 11 history question paper,wb class 11 history syllabus, wb class 11 history syllabus, 2022, wb class 11 history suggestion 2022, wb class 11 history book pdf, wb class 11 history question paper 2022, wb class 11 history question answer, wb class 11 history book pdf,   উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনস  2023 ,  class 11 itihas notes in bengali,  রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান বড় প্রশ্ন উত্তর, একদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর , উচ্চমাধ্যমিক সমাজের গতিশীলতা   2 নম্বরের প্রশ্ন, উচ্চমাধ্যমিক  সমাজের গতিশীলতা  5 নম্বরের প্রশ্ন, ক্লাস 11  সমাজের গতিশীলতা  mcq, উচ্চ মাধ্যমিক সমাজের গতিশীলতা বড় প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির সমাজের গতিশীলতা সাজেশন, HS History Suggestions 2023, HS History Suggestions 2023 with PDF Download, HS History Suggestion,
 

 © Pothon Pathon Online







0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post