WBBSE Madhyamik Suggestions 2023 Physical Science | অধ্যায় : রাসায়নিক গণনা | Madhyamik Suggestions 2023 PDF

wbbse-madhyamik-suggestions-2023-physical-science-chemical-calculations-chapter3

 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য  Physical Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik Suggestions 2023 Physical Science
আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে ।

মাধ্যমিক সাজেশনস 2022

ভৌতবিজ্ঞান

 অধ্যায় : গ্যাসের আচরণ

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ Type Questions)

প্রতিটি প্রশ্নের মান 1 

1. কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত হতে পারে - 

(a) CO₂

(b) C₂H₄

(c) C₂H₆

(d) C₂H₂

 

2.  একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 হলে, গ্যাসটির আণবিক ওজন কত ?

(a) 8

(b) 16

(c) 32

(d) 64

 

3. মিথেনের আণবিক ওজন 16, প্রদত্ত কোনটি মিথেনের বাষ্পঘনত্ব ?

(a) 22.4

(b) 8

(c) 16

(d) 32

 

4. যে গ্যাসের বাষ্পঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হল - 

(a) 3 gm/mol

(b) 6 gm/mol

(c) 32 gm/mol

(d) 48 gm/mol


5. 4 মোল H₂ -এর সঙ্গে 2 মোল O₂ এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোলসংখ্যা -

(a) 2

(b) 4

(c) 6

(d) 8

 

6. 1.7 g অ্যামোনিয়া গ্যাসের NTP -তে আয়তন হবে -

(a) 22.4 L

(b) 2.24 L

(c) 11.2 L

(d) 1.12 L


7. STP -তে 1 লিটার H₂ গ্যাসের ভর -

(a) 2 g

(b) 1 g

(c) 22.4 g

(d) 0.089 g


8. 12 g কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO₂ গ্যাসের STP -তে আয়তন -

(a) 1.2 লিটার

(b) 2.24 লিটার

(c) 4.8 লিটার

(d) 22.4 লিটার


9. সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64 হলে তার বাষ্পঘনত্ব হবে -

(a) 16

(b) 32

(c) 8

(d) 22.4


10. 1 মোল N₂ ও 3 মোল H₂ -এর বিক্রিয়ায় উৎপন্ন NH₃ গ্যাসের মোল সংখ্যা -

(a) 2

(b) 3

(c) 4

(d) 1


11. কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব M এবং বাষ্পঘনত্ব D হলে, তাদের মধ্যে কোন সম্পর্কটি সঠিক -

(a) D = 2M

(b) D = M

(c) M = 2D

(d) M = 4D


12. STP -তে 5.6 লিটার CO₂ গ্যাসের ভর -

(a) 88 g

(b) 22 g

(c) 44 g

(d) 11 g


13. ক্যালশিয়াম কার্বনেটে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ কত ?

(a) 50%

(b) 30%

(c) 40%

(d) 20%


14. 1 মোল C, 1 মোল O₂ -এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO₂ -এর কতগুলি অণু উৎপন্ন হবে ? 

(a) $\small 6.022 \times 10^{23}$

(b) $\small 6.022 \times 10^{22}$

(c) $\small 6.022 \times 10^{24}$

(d) $\small 1.806 \times 10^{24}$


15. STP -তে 22.4 লিটার কার্বন মনোক্সাইড গ্যাসের ভর -

(a) 14 g

(b) 32 g

(c) 28 g

(d) 44 g




Group Ⓓ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের মান 3

1. ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো | সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কী কী নির্দেশ করে উল্লেখ করো |

2. ভরের নিত্যতা সূত্রটি উদাহরণসহ বিবৃত করো ।

3. শক্তির নিত্যতা সূত্রটি উদাহরণসহ বিবৃত করো ।

4. খোলা পাত্রে 5 g ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসেবে ভরের কী পরিবর্তন হবে ? (Ca = 40)

5. 21 g লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ? STP -তে তার আয়তন কত হবে ?

6. গ্যাসের আণবিক ভর ও বাষ্পঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো ।

7. উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় । এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন হবে ? (Fe = 56)

8. STP -তে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পোড়াচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে ? (N = 14, H = 1, Cl = 35.5)

9. উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe₂O₃ -কে বিজারিত করে 558 g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন ? বিক্রিয়াটিতে কত মোল Fe₂O₃ লাগবে । (Fe = 55.8, Al = 27, O = 16)

10. ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে ? (Fe = 26, S = 32, H = 1)

11. 24 g কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO₂ উৎপন্ন হয়, সেই পরিমাণ CO₂ উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO₃ এর সঙ্গে HCl -এর বিক্রিয়া ঘটাতে হবে ?

12. বাণিজ্যিক জিংকে 35% অশুদ্ধি আছে । এরূপ 50 g জিংককে অতিরিক্ত লঘু H₂SO₄ -এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে ?

13. বাস্পঘনত্ব কাকে বলে ? বাস্পঘনত্বের ওপর চাপ ও উষ্ণতার প্রভাব লেখো |

14. গ্রাম-আণবিক ভর কাকে বলে ? উদাহরণ দাও |

15. C - 12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভরের সংঙ্গা দাও |

16. 2.3 g  ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটানো হলে কী পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে ? উৎপন্ন হাইড্রোজেনের STP -তে আয়তন কত হবে ?

17. STP -তে একটি গ্যাসের 112 mL আয়তনের ভর 0.22g | ঐ নমুনায় কটি অণু আছে ? গ্যাসটির মোলার ভর কত ?

18. লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 gm হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো । ( Zn = 65.5, O = 16, S = 32, H = 1)

19. 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো | (Ca = 40, C = 12, O = 16)

20. ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca = 40)

21. 760 mm Hg চাপে ও 273 K উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 gm এর আয়তন 1.12 L | গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো |

22. উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe₂O₃ -কে বিজারিত করে 558 g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন ? বিক্রিয়াটিতে কত মোল Fe₂O₃ লাগবে । (Fe = 55.8, Al = 27, O = 16)

23. 32.1 g অ্যামোনিয়াম ক্লোরাইডকে কালশিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 g NH₃ , 33.3 g CaCl₂ ও 10.8 g H₂O পাওয়া গেল । কত গ্রাম কালশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো ? এই বিক্রিয়ায় কত মোল NH₃ এবং STP -তে কত লিটার NH₃ উৎপন্ন হল ? (N =14, H = 1)

24. 40 g সোডিয়াম হাইড্রক্সাইড কে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ? (H = 1, O = 16, Na = 23, S = 32)

25. আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন জন্য প্রয়োজনীয় SO₂ উৎপাদন করা হয় | 

বিক্রিয়াটির সমীকরণ হল : $\small 4FeS_{2} + 11O_{2} \rightarrow 2Fe_{2}O_{3} + 8SO_{2}$ | 512 g SO₂ উৎপাদনের জন্য কত গ্রাম FeS₂ প্রয়োজন ? (Fe = 26, S = 32, O = 16)

26. মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় তা ব্যাখ্যা করো ।

 

 

PDF will be available soon 

Join Our Telegram Channel for Notifications

 

pothon-pathon-online-telegram-channel

আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Physical Science Suggestions, WBBSE Madhyamik Physical Science Suggestions 2022 PDF Download, WBBSE Class 10 Physical Science Suggestions 2023 Chapter 2, Madhyamik Suggestions 2023 with free PDF Download, Madhyamik suggestion physical science 2022, WBBSE Madhyamik Suggestions 2022, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস 2022 অধ্যায় : রাসায়নিক গণনা
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post