WBBSE Madhyamik Suggestions 2023 Physical Science | অধ্যায় : গ্যাসের আচরণ | Madhyamik Suggestions 2023 PDF

wbbse-madhyamik-physical-science-suggestion-2023-gaseous-state.jpg
 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য  Physical Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik Suggestions 2023 Physical Science

আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে ।

মাধ্যমিক সাজেশনস 2022

ভৌতবিজ্ঞান

 অধ্যায় : গ্যাসের আচরণ

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ Type Questions)

প্রতিটি প্রশ্নের মান 1 

1. STP তে 2.24 L অধিকার করে  −

(a) 4.4 g CO₂

(b) 0.64 g SO₂

(c) 28 g CO

(d) 16 gm CO₂

 

2. PV = RT সমীকরণে SI পদ্ধতিতে PV -এর একক হলো −

(a) $\small J \cdot mol^{-1}$

(b) $\small J$

(c) $\small J \cdot K$

(d) $\small J \cdot ^{-1} \cdot mol^{-1}$

 

3. বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কীরূপ ?

(a) সরলরৈখিক

(b) বৃত্তাকার

(c) অধিবৃত্তাকার

(d) সমপরাবৃত্তাকার

 

4. ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান   −

(a)  −473℉

(b)  −273.4℉

(c) −459.4℉

(d) −463.4℉ 

 

5. আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হল −

(a) 0K

(b) 272K

(c) −273K

(d) 373K

 

6. গ্যাসীয় অণুর গড় গতিশক্তি  −

(a) চাপের সমানুপাতিক

(b) পরম উষ্ণতার সমানুপাতিক

(c) চাপের ব্যাস্তানুপাতিক

(d) পরম উষ্ণতার ব্যাস্তানুপাতিক 

 

7. সার্বজনীন গ্যাস ধ্রুবক (R) এর CGS পদ্ধতিতে মান  −

(a)$\small 8.314 \times 10^{7} erg$

(b) $\small 7.38 \times 10^{7} erg$

(c) $\small 0.0821 \thinspace erg$

(d) $\small 8.314 \times 10^{-8} erg$

 

8. গতিতত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি −

(a) ভরবিহীন

(b) আয়তন শূন্য

(c) বিন্দুভর সম্পন্ন

(d) কোনটিই নয়

 

9. কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে ?

(a) নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়

(b) নিম্ন চাপ ও নিম্ন উষ্ণতায়

(c) উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায়

(d) উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়

 

10. 303K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত ?

(a) 30℃

(b) 17℃

(c) 0℃

(d) 27℃

 

11. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয় ?

(a) P বনাম T

(b) V বনাম T

(c)  V বনাম $\small \frac{1}{P}$

(d) V বনাম P

 

12. বয়েলের সূত্রানুযায়ী, PV−P লেখচিত্র কোনটি ? −

wbbse-madhyamik-suggestions-2022-physical-science

 

13. কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়েলের সূত্রানুসারে চাপ ও আয়তণের লেখচিত্রটি হবে

(a) মুলবিন্দুগামী সরলেখা

(b) উপবৃত্তের অংশ

(c) পরাবৃত্তের অংশ

(d) আয়তনের অক্ষের সমান্তরাল সরলরেখা

 

14. SATP বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণসংখ্যায় -

(a) 273 K

(b) 263 K

(c) 298 K

(d) 373 K


Group Ⓑ

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :  প্রতিটি প্রশ্নের মান 1

◪ একটি বাক্যে উত্তর দাও / শূন্যস্থান পূরণ / সত্য-মিথ্যা :

1. বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো ।

2. বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী ?

3. বয়েল ও চার্লস উভয় সূত্রতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কী ?

4. চার্লসের সূত্রের V বনাম T লেখচিত্রের প্রকৃতি কীরূপ ?

5. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো |

6. কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত ?

7. আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষ _______ । (শূন্যস্থান পূরণ)

8. 30℃ এবং 300 K  -এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি ?

9. SI -তে সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান কত ?

10. আদর্শ গ্যাস অনুগুলির মধ্যে আকর্ষণ বলের মান _________ । (শূন্যস্থান পূরণ করো)

11. $\small L \cdot atm \cdot mol^{-1} \cdot K^{-1}$ এককে  সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান কত ?

12. কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সুত্র মেনে চলে ?

13. STP তে কত গ্রাম N₂ গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 L・atm |

14. স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্রানুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?

15. অ্যাভোগাড্রো সুত্রে গ্যাসের অনুগুলির আয়তন গণ্য করা হয়  | (সত্য/মিথ্যা নির্ণয় করো )

16. একটি গ্যাস অণুর আয়তন = (গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ÷ গ্যাস অণুর আয়তন) (সত্য/মিথ্যা নির্ণয় করো)

17. $\small ^{12}C \equiv 12.0000 \thinspace u$ -এর পরিবর্তে অন্য কোনো সাংখ্যমান ধরা হলেও STP -তে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে । (সত্য/মিথ্যা নির্ণয় করো )

18. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত গ্যাসদুটির মোল সংখ্যার অনুপাতের সমান । (সত্য/মিথ্যা নির্ণয় করো )

19. $\small PV = \frac{W}{M}RT$ -এই সমীকরণে $\small M$ এর একক কী ?

20. একটি আদর্শ গ্যাসের অণুগুলির মত স্থিতিশক্তির পরিমাণ কত ?


Group Ⓒ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের মান 1 

1. বয়েলের সূত্রানুসারে, P বনাম V এবং P বনাম $\small \frac{1}{V}$ লেখচিত্র অঙ্কন করো ।

2. চার্লসের সুত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংঙ্গা প্রতিষ্ঠা করো ।

3. পরমশূন্য উষ্ণতা কাকে বলে ?

4. অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো ।

5.আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে, গ্যাসের ঘনত্ব $\small (d) = \frac{PM}{RT}$ ।

6.  n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = nRT সম্পর্কটি প্রতিষ্ঠা করো |

7. পরমশূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কী ?

8. মাত্রীয় বিশ্লেষণ থেকে R -এর একক নির্ণয় করো । 

উত্তর : Click Here

9. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো |

10. গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও |

11. R -কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন ?

12. গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও |

13. গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে ?

14. শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো ।

15. চার্লসের সূত্রের আণবিক ব্যাখ্যা দাও ।

16. আদর্শ গ্যাসের সংজ্ঞা লেখো ।

17.  কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝ ?

18. গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে ?

19. চার্লসের সূত্রানুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কীরূপ ?

20. কোনো গ্যাসকে ঠান্ডা করা হলে গ্যাসের চাপ ও অণুগুলির গড় দ্রুতি কীভাবে প্রভাবিত হবে ?

21. বেলুন ফোলালে, গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায় । এটি কি বয়েলের সূত্রের ব্যতিক্রম ? ব্যাখ্যা করো ।

22. বয়েলের সূত্র থেকে গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো ।

23. একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 cm Hg চাপে আয়তন 500 cm³ হলে, ওই উষ্ণতায় এবং 60 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে তা নির্ণয় করো |

24. গ্যাসের চাপের ওপর উষ্ণতা বৃদ্ধির প্রভাব কী ?

25. কোনো গ্যাসের আয়তন বলার সময় উষ্ণতার উল্লেখ করা আবশ্যক কেন ?

 

Group Ⓓ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের মান 3

1. বয়েলের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি ব্যাখ্যা করো |

2. চার্লসের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি ব্যাখ্যা করো |

3. বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো ।

4. পরমশূন্য উষ্ণতা কাকে বলে ? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো ।

5. 760 mm Hg চাপে 0℃ উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 cm³ । একই চাপে 546℃ উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে ?

6. 300K উষ্ণতায় ও 500 mm Hg চাপে 2.2 g CO₂ গ্যাসের আয়তন নির্ণয় করো । (C = 12, O = 16)

7.  27℃ উষ্ণতায় 1 atm চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে ?

8. গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো ।

9. বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো ।

10. একটি আদর্শ গ্যাসের  মধ্যে কিছু ধূলিকণা রয়েছে (ধূলিকণা চাপে আনমনীয়) । উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ধূলিকণাসহ গ্যাসের আয়তন 1000 mL থেকে কমে 500.25 mL হয় । ধূলিকণার সামগ্রিক আয়তন কত ? (Ans: Click Here)

11. 760 mm Hg চাপে 0℃ উষ্ণতায় 3.2 g যে গ্যাসের আয়তন 2.24 L তার গ্রাম আণবিক ওজন নির্ণয় করো । সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কতগুণ ভারী ?

12. 0℃ উষ্ণতায় রাখা একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল । গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ?

13. চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় ? স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে V - t ও V - T লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও । (Ans: Click Here)

14. STP তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm³ আয়তন অধিকার করে । কত চাপে 27℃ উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm³ আয়তন অধিকার করবে ?

15. STP তে 0.44g একটি গ্যাসের আয়তন 224 cc । গ্যাসটির আণবিক ভর কত ? 

16. গে-লুসাকের চাপের সূত্রটি লেখো ।

17. চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় ? -273℃ উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় - গাণিতিকভাবে ব্যাখ্যা করো ।

18. 27℃ উষ্ণতায় ও 700 mm Hg চাপে 32 g O₂ ও  44 g CO₂ গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো ।


PDF will be available soon 

Join Our Telegram Channel for Notifications

 

pothon-pathon-online-telegram-channel

আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Physical Science Suggestions, WBBSE Madhyamik Physical Science Suggestions 2023 PDF Download, WBBSE Class 10 Physical Science Suggestions 2023 Chapter 2, Madhyamik Suggestions 2023 with free PDF Download, Madhyamik suggestion physical science 2023, WBBSE Madhyamik Suggestions 2023, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস 2023 অধ্যায় : গ্যাসের আচরণ
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post