প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী বাংলার নীলধ্বজের প্রতি জনার গুরুত্বপূর্ণ বিকল্পভিত্তিক রশ্নোত্তর ।
উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর
একাদশ শ্রেণি
নীলধ্বজের প্রতি জনা
1. "নাশ, মহেশ্বাস তারে " মহেশ্বাস কথাটির অর্থ কি ?
(ক) মহারথী
(খ) মহা ধনুধর
(গ) মহাবীর
(ঘ) মহাপুরুষ
উত্তর : মহা ধনুধর
2."ভুলিবো এ জ্বালা" - এ জ্বালা হল-
(ক) একমাত্র প্রিয় পুত্র প্রবীরের মৃত্যুজনিত জ্বালা
(খ) স্বামী নিলধজের বিমুখ হওয়ার জ্বালা
(গ) অর্জুনের হন্তারক হওয়ার জ্বালা
(ঘ) কর্ণের অসহায় মৃত্যুজনিত জ্বালা
উত্তর : একমাত্র প্রিয় পুত্র প্রবীরের মৃত্যু জনিত জ্বালা।
3." বিধাতার এই বিধি জগতে" - বিধি হল
(ক) উত্থান পতন
(খ) দিনরাত
(গ) জন্ম মৃত্যু
(ঘ) সুখ-দুঃখ
উত্তর : জন্ম মৃত্যু
4. "বসেছে পুত্র হা রিপু "-"পুত্র হা " শব্দের অর্থ হলো
(ক) পুত্র হন্তারক
(খ) পুত্রের পিতা
(গ) পুত্রের শিক্ষক
(ঘ) পুত্রের পালনকারী
উত্তর : পুত্র হন্তারক
5. " কে না জানে তারে শৈরিনি " - "শৈরিনী" - আখ্যা দেওয়া হয়েছে -
(ক) সত্যবতী
(খ) কুন্তি
(গ) প্রমিলা
(ঘ) দ্রৌপদী
উত্তর : কুন্তি
6." কুলটা যে নারী" এখানে" কুলটা " বলা হয়েছে -
(ক) সত্যাবতীকে
(খ) কুন্তিকে
(গ) দ্রৌপদীতে
(ঘ) মন্দোদরীরে
উত্তর : কুন্তিকে
7. "পাণ্ডব কীর্তন গান শতত" কে?
(ক) শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) ভীষ্ম
(ঘ) দ্রোণাচার্য
উত্তর : শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
8. "ধীবর জননী পিতা ব্রাহ্মণ" - এখানে সন্তান হলেন-
(ক) ব্যসদেব
(খ) দ্রোণাচার্য
(গ) দ্বৈপায়ন
(ঘ) ভীষ্ম
উত্তর : ব্যাসদেব
9." সত্যবতী সুত " বলা হয়েছে -
(ক) ব্যাসদেব কে
(খ) কর্ণকে
(গ) ভীষ্ম কে
(ঘ) অর্জুনকে
উত্তর : ব্যাসদেব কে ।
10. "ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দূর্মতি"- দুর্মতি হলো
(ক) নীলধ্বজ
(খ) কৃষ্ণ
(গ) শিব ঠাকুর
(ঘ) অর্জুন
উত্তর : অর্জুন
11.মধুসূদন দত্ত রচিত নীলধজের প্রতি জনা কবিতা কোন কাব্য গ্রন্থ থেকে গৃহীত -
(ক)তিলোত্তমা সম্ভব
(খ)বীরাঙ্গনা
(গ)মেঘনাদবত কাব্য
(ঘ) কোনোটিই নয়
উত্তর: বীরাঙ্গনা।
12.নীলধজের প্রতি জনা বীরাঙ্গনা কাব্যের কত নং সর্গ -
(ক)৯
(খ)১০
(গ)১১
(ঘ)১২
উত্তর: ১১
13. বীরাঙ্গনা কাব্যে মোট কবিতার রয়েছে -
(ক)১১
(খ)১২
(গ)১৩
(ঘ)১৪
উত্তর: ১১
14. বীরাঙ্গনা কাব্যের প্রকাশকাল হলো -
(ক) ১৮৬১ খ্রিষ্টাব্দ
(খ) ১৮৬২ খ্রিষ্টাব্দ
(গ) ১৮৬৩ খ্রিষ্টাব্দ
(ঘ) ১৮৬৪ খ্রিষ্টাব্দ
উত্তর: ১৮৬২ খ্রিষ্টাব্দ।
15. নীলধজের প্রতি জনা কবিতার কাহিনী মহাভারতের কোন সর্গ থেকে গৃহীত হয়েছে ? -
(ক)অশ্বমেধ পর্ব
(খ)সভা পর্ব
(গ) বিরাট পর্ব
(ঘ) কর্ন পর্ব
উত্তর: অশ্বমেধ পর্ব
16. "নীলধ্বজের প্রতি জনা "কবিতার পাশ্চাত্যের কোন কবির কোন কাব্যের প্রভাব রয়েছে ? -
(ক) অভীদের হিরইডস
(খ) লিও তলোয়স্তের ওয়ার এন্ড পিস
(গ) দামতের ডিভাইন লাভ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: অভীদের হিরইডস
17. অভীদ কোন দেশের কবি ছিলেন ?-
(ক) ফ্রান্স
(খ) রোম
(গ) জার্মান
(ঘ) রাশিয়া
উত্তর: রোম।
18. "বাজিছে রণবাদ্য আজি" - রণবাদ্য কোথায় বাজ ছিল ?
(ক) রাজপ্রাসাদের সামনে সদর রাস্তায়
(খ) রাজপ্রাসাদের অন্তরে
(গ) রাজ তোরনে
(ঘ) রণ ক্ষেত্রে
উত্তর: রাজ তোরণে
19. "নিভাইতে এই শোকাগনি ফাল্গুনীর লোহে " ফাল্গুনী হলো -
(ক) তৃতীয় পাণ্ডব অর্জুন
(খ) মহাবীর কর্ণ
(গ) ভীম
(ঘ) কোনোটিই নয়
উত্তর: তৃতীয় পাণ্ডব অর্জুন
20. " এইতো সাজে তোমারে খত্রমণি " তুমি এখানে তুমি হল -
(ক) অর্জুন
(খ) নীলধ্বজ
(গ) কর্ণ
(ঘ) রাবণ
উত্তর: নীলধ্বজ।
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.