Madhyamik Physical Science Suggestions 2023 | অধ্যায় : আলো | Madhyamik Suggestions 2023 PDF

wbbse-madhyamik-physical-science-suggestions-2023-chapter5-light

 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য  Physical Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik Suggestions 2023 Physical Science

আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে ।

মাধ্যমিক সাজেশনস 2022

ভৌতবিজ্ঞান

 অধ্যায় : আলো

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :  প্রতিটি প্রশ্নের মান 1

◪ একটি বাক্যে উত্তর দাও / শূন্যস্থান পূরণ / সত্য-মিথ্যা :

1. গোলীয় দর্পণে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হলে, ফোকাস দূরত্বের কী পরিবর্তন হবে ?

2. স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ? 

3. দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর রুপে ব্যাবহৃত  হয় ?

4. মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যাবহৃত হয় ?

5. বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে ?

6. বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণ দ্বারা সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় ?

7. একটি দর্পণের সামনে যে - কোনো অবস্থানে বস্তুকে রাখলে, সবক্ষেত্রেই রৈখিক বিবর্ধনের মান 1 হয় ।দর্পণটির কী প্রকৃতির ?

8. কোনো দর্পণ উত্তল প্রকৃতির হলে, বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে ?

9. একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে ?

10. অবতল দর্পণের একটি ব্যাবহারিক প্রয়োগ লেখো ।

11. উত্তল দর্পণের একটি ব্যাবহারিক প্রয়োগ লেখো ।

12. একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে ?

13. কোনো আলোক মাধ্যামের প্রতিসরাঙ্কের একক কী ?

14. জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসরণের পর আলোকরশ্মি বিভেদতল বরাবর গেল । রশ্মিটি কোন কোণে আপতিত হয়েছিল ?

15. আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো ?

16. আয়াতাকার কাচের স্ল্যাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত ?

17. আলোকীয় ঘন ও লঘু মাধ্যমের মধ্যে কোনটিতে আলোর গতিবেগ কম ?

18. লেন্স কাকে বলে ?

19. উত্তল লেন্স কাকে বলে ?

20. লেন্সের ক্ষমতা কাকে বলে ?

21. বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যাবহার করা হয় ?

22.উত্তল লেন্সকে বিবর্ধক কাচরুপে ব্যাবহারের ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে কোথায় হবে ?

23. কোন লেন্স সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করে ?

24. f ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট কোনো উত্তল লেন্স থেকে 2f  দুরত্যে কোনো বস্তুকে রাখা হলে বস্তু ও প্রতিবিম্বের আকারের সম্পর্কটি লেখো ।

25. কাচনির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে, তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে ?

26. উত্তল লেন্সের সামনে বস্তুকে f ও 2f -এর মধ্যে রাখলে, প্রতিবিম্বের প্রকৃতি কী হবে ? 

27. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যাবহার করা হয় ?  

28. চক্ষুর উপযোজন কাকে বলে ?

29. সুস্থ চোখের ক্ষেত্রে নিকটবিন্দু ও দূরবিন্দুর দূরত্ব কত ?

30. ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে কোন ধরনের লেন্স ব্যাবহার করা হয় ?

31. আলোর বিক্ষেপণ কাকে বলে ?

32. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যুনতম হবে ?

33. রংধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালি ?

34. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। 

35. সাদা আলোয় উপস্থিত বিভিন্ন বর্ণের মধ্যে কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

36. লাল ও নীল আলোর জন্য কোনো মাধ্যামের প্রতিসরাঙ্ক যথাক্রমে $\small \mu_{R}$ এবং $\small \mu_{V}$ হলে, কোনটির মান বেশি ? 

37. বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক লেখো । 

38. অতিবেগুনি রশ্মির একটি ব্যাবহার লেখো । 

 

Group Ⓒ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :   প্রতিটি প্রশ্নের মান 2

1. আলোর প্রতিফলন বলতে কী বোঝ ?

2. প্রতিফলনের সূত্র দুটি লেখো ।

3. সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো ।

4. বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে একটি উদাহরণসহ লেখো ।

5. উপাক্ষীয় রশ্মি বলতে কী বোঝো ? চিত্রসহ ব্যাখ্যা করো । 

6. চিত্রসহ উত্তল দর্পণের ফোকাসের সংজ্ঞা দাও ।

7. মোটরগাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যাবহার করা হয় ও কেন ? 

8. আলোর অভ্যান্তরিন পূর্ণ প্রতিফলন ও সাধারণ প্রতিফলনের মধ্যে পার্থক্যের উল্লেখ করো ।

9. অবতলে দর্পণে বস্তুর অবস্থান উল্লেখ করে অসদপ্রতিবিম্ব গঠনের পরিছন্ন রশ্মিচিত্র অঙ্কন করো ।প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি এবং অবস্থান উল্লেখ করো । 

10. চিত্রের সাহায্যে দেখাও, কোন জাতীয় দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক বিস্তৃত ?

11. অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দুরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো ।

12. আলোর প্রতিসরণ কাকে বলে ? 

13. আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্যে হয় না এবং কেন ?

14. কোনো মাধ্যামের প্রতিসরাঙ্ক কাকে বলে ? প্রতিসরাঙ্কের মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে ?

15. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভরশীল ?

16. বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 - এর চেয়ে বেশি হয় কেন ?

17. গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে সেটিকে আর দেখা যায় না কেন ?

18. আলোকরশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে কীভাবে দিক পরিবর্তন করে ?

19.কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন ?

20. আলোর অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন কাকে বলে ?

21. সংকট কোণ কাকে বলে ?

22. আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলণকে "পূর্ণ" বলা হয় কেন ?

23. আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি লেখো ।

24. প্রিজমে রশ্মির বিচ্যুতি বলতে কী বোঝো ?

25. একটি আয়াতাকার কাচের ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণে আলোকরশ্মির পার্শ্বসরনের পরিমাণ কী কী বিষয়ের ওপর নির্ভরশীল ?

26. একটি প্রিজমের i -𝛅  লেখচিত্র আঁকো, যেখানে   হল আপতন কোণ ও 𝛅 হল চ্যুতিকোণ । লেখচিত্রে ন্যূনতম চ্যুতিকোণ $\small (\delta _{m})$ দেখাও ।

27. লেন্সের ( উত্তল বা অবতল ) আলোককেন্দ্র কাকে বলে ?

28. উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও ।

29. উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চিত্রসহ সংজ্ঞা দাও ।

30. লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো ?

31. বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝায় ?

32. একটি লেন্স উত্তল না অবতল কীভাবে চিনবে ?

33. একটি উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো অপসারী এবং একটি অবতল লেন্স কখন উত্তল লেন্সের মতো অভিসারী আচরণ করে ?

34. উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো ।

35. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সদ্, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় ? রেখাচিত্রের সাহায্যে দেখাও ।

36. উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য উল্লেখ করো ।

37. আলোর বিচ্ছুরণ কাকে বলে ? 

38. স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো ।

39.  শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন ?

40. শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালি কাকে বলে ? 

41. শুদ্ধ বর্ণালি গঠনের শর্তগুলির লেখো ।

42. বিশুদ্ধ বর্ণালি ও অবিশুদ্ধ বর্ণালির মধ্যে দুটি পার্থক্য লেখো ।

43. বিশুদ্ধ বর্ণালি গঠনের একটি পদ্ধতি বর্ণনা করো । 

44. প্রাথমিক ও মৌলিক বর্ণ কাকে বলে ? বর্ণগুলি কী কী উল্লেখ করো ।

45. একটি কাচফলকের ওপর 45° কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কি ?

46. সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল দেওয়া হয় কেন ?

47. X- রশ্মির দুটি ব্যাবহার লেখো ।

48. X- রশ্মি উৎপাদনের নীতিটি উল্লেখ করো ।

49. X- রশ্মির দুটি ধর্মের উল্লেখ করো ।

50. চাঁদের আকাশ কাল দেখায় কেন ?

51. সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন ?

52. সবুজ কাচে লাল ফুলকে লাল দেখায় কেন ?

 

Group Ⓓ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের মান 3

1. সদবিম্ব ও অসদবিম্ব -এর মধ্যে পার্থক্য লেখো । 

2. অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি লেখো ।

3. হাত দিয়ে স্পর্শ না করে একটি দর্পণ সমতল, উত্তল না অবতল, তা পরীক্ষা করে কীভাবে স্থির করবে ?

4. আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো ।

5. ন্যূনতম চ্যুতিকোণ বলতে কী বোঝায় ? এর শর্তটি লেখো ।

6. একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় । দেখাও যে, চ্যুতিকোণের মান 𝜹 = i₁ + i₂ - A

7. বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের কার্যনীতি চিত্রসহ লেখো।

8. উত্তল্ লেন্সের সাহায্যে কীভাবে অসদ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব উৎপন্ন করা যায় তা চিত্রসহ বর্ণনা করো।

9. অবতল লেন্সে যে অসদ, সমশীর্ষ এবং ছোটো আকারের প্রতিবিম্ব গঠিত হয়, ত চিত্র সহকারে দেখাও।

10. একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

11. হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া কী? কীভাবে এই নিবারণ করা হয় তা চিত্র এঁকে দেখাও ।

12. দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী ? কোন্ ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়?

13. X-রশ্মি, 𝛄 রশ্মি ও UV রশ্মি একটি করে ক্ষতিকর প্রভাব লেখো ।

14.  একটি উত্তল বা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 cm হলে, এর বক্রতা ব্যাসার্ধ কত?

15. একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে 30° কোণে আপতিত হচ্ছে। প্রতিফলন কোণ ও চ্যুতিকোণের মান নির্ণয় কর ।

16. আলো বায়ু মাধ্যম থেকে একটি কাচের স্ল্যাবে প্রবেশ করল। কাচের প্রতিসরাঙ্ক 1.5 । স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় কর।

17. A মাধ্যম থেকে আলো B মাধ্যমে যাচ্ছে। এক্ষেত্রে আপতন কোণ 45° এবং প্রতিসরণ কোণ 30°। A মাধ্যম সাপেক্ষে B মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে ?

18. বায়ু সাপেক্ষে কাচের 1.5 প্রতিসরাঙ্ক হলে, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ?

19. একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm।এটিকে উত্তল লেন্সের সামনে 2 cm দূরত্ব রেখে 10 cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?

20. বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক 2√2 । বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45°হলে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় কর।

21. একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে নির্গত হয়, তাহলে চ্যুতিকোণ কত ?

22. কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হল 40°। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় তা নির্ণয় কর ।

23. বায়ু মাধ্যম থেকে 60° কোণে একটি আলোকরশ্মি কাচের স্ল্যাবের ওপর আপতিত হল । প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্বভাবে অবস্থান করলে কাচের প্রতিসরাঙ্ক নির্ণয় কর ।

24. কোনো লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব 30 cm ও প্রতিবিম্ব দূরত্ব 60 cm হলে, রৈখিক বিবর্ধনের মান কত?

25. একটি উত্তল লেন্স থেকে 20 cm দূরে একটি  বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত?



PDF will be available soon 

Join Our Telegram Channel for Notifications

 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Physical Science Suggestions, WBBSE Madhyamik Physical Science Suggestions 2023 Chapter Light PDF Download, WBBSE Class 10 Physical Science Suggestions 2023 Chapter 2, Madhyamik Suggestions 2023 with free PDF Download, Madhyamik suggestion physical science 2023, WBBSE Madhyamik Suggestions 2023, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস 2023 অধ্যায় : আলো
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post