
প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ভূগোলের সাজেশনস (Madhyamik Geography Suggestions 2023) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Geography Suggestions 2023
এর অন্তর্গত দ্বিতীয় অধ্যায় : বায়ুমণ্ডল এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশন 2023
ভূগোল
দ্বিতীয় অধ্যায় : বায়ুমণ্ডল
১. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান ১
১.১ বায়ুমণ্ডলের CO₂ গ্যাসের পরিমাণ হলো–
ক) 0.033%
খ) 3.3%
গ) 0.3%
ঘ) 1.03%
১.২ এর নিনোর প্রভাব দেখা যায়–
ক) আটলান্টিক মহাসাগরের
খ) প্রশান্ত মহাসাগরের
গ) ভারত মহাসাগরের
ঘ) সুমেরু মহাসাগরে
১.৩ বিষম মন্ডল এর অন্তর্ভুক্ত স্তরটি হল–
ক) ট্রপোস্ফিয়ার
খ) মেসোস্ফিয়ার
গ) পারমাণবিক অক্সিজেন স্তর
ঘ) স্ট্যাটোস্ফিয়ার
১.৪ ফ্রান্সের রোন নদীর উপত্যকার প্রবাহিত স্থানীয় বায়ুকে বলে–
ক) চিনুক
খ) সিরক্কো
গ) মিষ্ট্রাল
ঘ) বোরো
১.৫ মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো কে এই নামেও ডাকা হয়–
ক) সাইক্লোন
খ) টুইস্টার
গ) টাইফুন
ঘ) হারিকেন
১.৬ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় তা হল–
ক) থার্মোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) অ্যানিমোমিটার
ঘ) ব্যারোমিটার
১.৭ সমগ্র সৌর শক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো–
ক) 60%
খ) 56%
গ) 66%
ঘ) 76%
১.৮ ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হল–
ক) CFC
খ) CO₂
গ) N₂
ঘ) S₂
১.৯ কোন কোন বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডের উপকূলে উষ্ণতা সাধারণের থেকে অনেক কমে যায় এর কারণ হলো–
ক) জেট বায়ু
খ) এল নিনো
গ) লা নিনা
ঘ) পশ্চিমী ঝঞ্ঝা
১.১০ বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে–
ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে
গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের
ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে
২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ১
দুই-এক কথায় উত্তর দাও (মান ১)
২.১ অ্যারোসল কাকে বলে?
২.২ বায়ুর চাপ মাপার একক কি?
২.৩ অ্যানিমোমিটার কি কাজে ব্যবহৃত হয়?
২.৪ চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কে কি বলে?
২.৬ পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি?
২.৭ পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?
২.৮ ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত করেছে?
২.৯ সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পার্থক্য কে কি বলে?
২.১০ উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত?
২.১১ উষ্ণতার সঙ্গে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সম্পর্ক কি?
২.১২ বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?
২.১৩ কোন মেঘে প্রবল ঝড় বৃষ্টি হয় সৃষ্টি হয়?
২.১৪ পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণ কত শতাংশ?
২.১৫ একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও।
৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান ২
৩.১ ওজন গহবর কি?
৩.২ অ্যালবেডো কি?
৩.৩ সমোষ্ণরেখা কাকে বলে?
৩.৪ বৈপরীত্য উষ্ণতা কাকে বলে?
৩.৫ চিনুক কি?
৩.৬ টীকা লেখ: স্থানীয় বায়ু
৩.৭ টীকা লেখ: গর্জন চল্লিশা
৩.৮ টীকা লেখ: ঘূর্ণবাতের চক্ষু
৩.৯ ডোলড্রাম বলতে কী বোঝো?
৩.১০ মৌসুমী বায়ু কাকে বলে?
৩.১১ বাণিজ্যিক বায়ু কাকে বলে?
৩.১২ বৃষ্টিচ্ছয় অঞ্চল বলতে কী বোঝো?
৩.১৩ আন্তঃক্রান্তীয় সম্মিলন (ITCZ) অঞ্চল কাকে বলে?
৩.১৪ উচ্চ স্থান শীতল হয় কেন?
৩.১৫ মেঘাচ্ছন্ন রাত্রি উষ্ণ হয় কেন?
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৩
৪.১ বায়ুমণ্ডল কাকে বলে?
৪.২ জলীয় বাষ্প বায়ুমন্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান– বক্তব্যটি স্বপক্ষে দুটি যুক্তি দাও ।
৪.৩ ওজোন স্তর কাকে বলে?
৪.৪ ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ লেখো।
৪.৫ এল নিনো মৌসুমী বায়ুর ওপর কিরূপ প্রভাব বিস্তার করে?
৪.৬ ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এল নিন ও লা নিনার নির্ণয়ের প্রভাব লেখ।
৪.৭ ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য দেখাও।
৪.৮ টীকা লেখ: পরিচলন বৃষ্টিপাত
৪.৯ শিশির অধঃক্ষেপণ নয় কেন?
৪.১০ বায়ুচাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে কেন?
৪.১১ নিরক্ষেপ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা সংজ্ঞা দাও।
৪.১২ মৌসুমীর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা কর।
৪.১৩ সাময়িক ও নিয়ত বায়ুর মধ্যে পার্থক্য লেখ।
৪.১৪ ফেরেলের সূত্র অনুসারে দুই গোলার্ধে বায়ু কিভাবে প্রভাবিত হয়?
৫. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৫
৫.১ বায়ুমন্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা কর।
৫.২ বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা কর।
৫.৩ ভূপৃষ্ঠে বায়ুরচাপের তারতম্যের প্রধান কারণ গুলি ব্যাখ্যা করো।
৫.৪ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।
৫.৫ চিত্রসহ শৈলোৎক্ষেপ ও পরিচলন বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
৫.৬ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি বর্ণনা কর।
৫.৭ মেঘ কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত রেখা চিত্রসহ ব্যাখ্যা কর।
৫.৮ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
Download Full PDF/download/button/#eb0229
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.