
প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ভূগোলের সাজেশন (Madhyamik Geography Suggestions 2023) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Geography Suggestions 2023
এর অন্তর্গত প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশন 2023
ভূগোল
প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
১. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান ১
১.১ পৃথিবীর দ্রুততম হিমবাহ–
ক) ল্যাম্বার্ট
খ) মালাসপিনা
গ) জ্যাকোবসাভো
ঘ) কোয়ারেক
১.২ চলমান বালিয়াড়ি কে বলা হয়–
ক) শটস
খ) ওয়াদি
গ) ধ্রিয়ান
ঘ) প্লায়া
১.৩ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে–
ক) বালিয়াড়ি
খ) হামাদা
গ) ধ্রিয়ান
ঘ) লোয়েস
১.৪ শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলের অবস্থিত লবণাক্ত হ্রদ কে বলে–
ক) ওয়াদি
খ) বাজাদা
গ) প্লায়া
ঘ) পেডিমেন্ট
১.৫ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল–
ক) হুবার্ড
খ) কোয়ারেক
গ) মালাসপিনা
ঘ) ল্যাম্বার্ট
১.৬ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে বলে–
ক) বহির্জাত প্রক্রিয়া
খ) অন্তর্জাত প্রক্রিয়া
গ) গিরিজনি আলোড়ন
ঘ) মহীভাবক আলোড়ন
১.৭ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো–
ক) সাগরদ্বীপ
খ) ইলহা দ্যা মাজার
গ) মাজুলী
ঘ) লাক্ষাদ্বীপ
১.৮ পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে–
ক) নীল নদের মোহনায়
খ) হোয়াং হো এর মোহনায়
গ) সিন্ধু নদীর মোহনায়
ঘ) মিসিসিপি মিসৌরির মোহনায়
১.৯ লবণ যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল–
ক) অবঘর্ষ ক্ষয়
খ) ঘর্ষণক্ষয়
গ) জলপ্রবাহ ক্ষয়
ঘ) দ্রবণক্ষয়
১.১০ যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তর খণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়িবালি প্রভৃতি তে পরিণত হয় তাকে বলে–
ক) অবঘর্ষন ক্ষয়
খ) দ্রবণ ক্ষয়
গ) জলপ্রবাহ ক্ষয়
ঘ) ঘর্ষণ ক্ষয়
২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ১
দুই-এক কথায় উত্তর দাও (মান ১)
২.১ ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?
২.২ ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরন কে কি বলে?
২.৩ নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে?
২.৪ বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি?
২.৫ ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি?
২.৬ সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?
২.৭ সার্ক বা করি কে নরওয়েতে কি বলে?
২.৮ প্রান্ত গ্রাবরেখা কি?
২.৯ বায়ু প্রবাহপথের আড়ালে অবস্থিত বালিয়াড়ি কি নামে পরিচিত?
২.১০ বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ি গুলির নাম লেখ।
২.১১ দুটি সিফ বালিয়াড়ি মধ্যবর্তী অংশকে কি বলে?
২.১২ মেরু অঞ্চলে কোন উচ্চতা হিমরেখা দেখা যায়?
২.১৩ পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোন নদী মোহনায় অবস্থিত?
২.১৪ পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
২.১৫ ইনসেলবার্জ গোলাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে?
২.১৬ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গুলি কি নামে পরিচিত?
২.১৭ লোয়েস শব্দের অর্থ কি?
২.১৮ হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও।
২.১৯ নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ কি?
২.২০ মরুস্থলী অর্থ কি?
৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন : প্রশ্নমান ২
৩.১ নগ্নীভবন কাকে বলে?
৩.২ ষষ্ঠঘাতের সূত্র কি?
৩.৩ ক্যানিয়ন কাকে বলে?
৩.৪ টীকা লেখ: জলপ্রপাত
৩.৬ পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয়?
৩.৭ ডিমের ঝুড়ি বলতে কী বোঝো?
৩.৮ টীকা লেখ বারখান
৩.৯ বালিয়াড়ি কি?
৩.১০ টীকা লেখো স্বাভাবিক বাঁধ
৩.১১ আবদ্ধ শৈলশিরা কাকে বলে?
৩.১২ ক্লেভাস কি?
৩.১৩ ঝুলন্ত উপত্যকা বলতে কী বোঝো?
৩.১৪ পেডিমেন্ট কাকে বলে?
৩.১৫ দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমি নাম লেখ।
৩.১৬ ধ্রিয়ান কাকে বলে?
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৩
৪.১ নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা কর।
৪.২ ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়?
৪.৩ ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?
৪.৪ রসে মতানি ও ড্রামলিনের পার্থক্য লেখ।
৪.৫ পর্বত গাত্রে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এর বিবরণ দাও।
৪.৬ "অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়" ভৌগোলিক কারণ ব্যাখ্যা কর।
৪.৭ মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়?
৪.৮ মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় লেখ।
৪.৯ মরু ও মরু প্রায় অঞ্চলের বায়ুর কাজের প্রাধান্যের দুটি শর্ত উল্লেখ কর।
৪.১০ টীকা লেখ হিমদ্রোণী।
৫. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৫
৫.১ নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ এর চিত্রসহ বর্ণনা কর।
৫.২ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
৫.৩ বায়ুর সঞ্চার ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা কর।
৫.৪ চিত্রসহ নদীর সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও।
৫.৫ হিমবাহের সঞ্চয় কার্যের ফানি গঠিত যে কোন তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.