
প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার বাংলা সাজেশনস (Madhyamik Bengali Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Bengali Suggestion 2023 এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2023
বাংলা নাটক
রচনাধর্মী প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের মান 4)
১.১ সিরাজদ্দৌলা নাট্যাংশের সিরাজদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর। ৪
১.২ "কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো"– কে কাকে এ কথা বলেছেন? কলকাতা জয় ইতিহাস সংক্ষেপে লেখ। ১+৩
১.৩ "কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা"– কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলবার কারণ কি? ১+৩
১.৪ "পলাশি, রাক্ষসী পলাশি"– বক্তা কে? পলাশির প্রান্তরকে তিনি "রাক্ষসী" বলেছেন কেন? ১+৩
১.৫ সিরাজদ্দৌলা নাট্যাংশের সংলাপ সৃষ্টিতে নাট্যকার কতখানি সফল হয়েছেন উদাহরণসহ আলোচনা কর। ৪
১.৬ "তোমাদের কাছে আমি লজ্জিত"–বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা নাট্যাংশ অনুসারে আলোচনা কর। ১+৩
১.৭ "আমি আজ ধন্য! আমি ধন্য! বক্তাকে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? ১+৩
১.৮ "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না"– কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? ১+৩
১.৯ "মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করচি, লুৎফা!"– লুৎফা কা? বক্তার পনেরো মাসের রাজত্বের অভিজ্ঞতা টি কেমন ছিল? ১+৩
১.১০ "বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা"– কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছিল? ৪
১.১১ "বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়– মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা"– কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ১+৩
১.১২ "আপনি আমার পরম আত্মীয়"– বক্তা কে? কাকে তিনি পরম আত্মীয় বলেছেন? তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর। ১+১+২
১.১৩ ওখানে কি দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো!– বক্তাকে? উদ্দেশ্য ব্যক্তির প্রতি বক্তা কি মনোভাব লক্ষ্য করা যায়। ১+৩
১.১৪ "তাই আজও তার বুকে রক্তের তৃষা"– কার বুকে রক্তের তৃষা? উক্তিটির মধ্য দিয়ে বক্তা কি কোনো ইঙ্গিত দিতে চেয়েছেন? ১+৩
১.১৫ "জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী"– কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? ১+৩
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.