Madhyamik Bengali Suggestion 2023 | বাংলা সহায়ক পাঠ কোনি | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

madhyamik-bengali-koni-suggestion-2023
 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার বাংলা সাজেশনস (Madhyamik Bengali Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Bengali Suggestion 2023 এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2023

বাংলা সহায়ক পাঠ 

কোনি

 

রচনাধর্মী প্রশ্ন :

১. কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে? তার চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে নামকরণে সার্থকতা বিচার কর।

২. কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা কর।

৩. স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার বিবরণ দাও।

৪. দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াইটা সংক্ষেপে আলোচনা কর।

৫. ক্ষিদা কিভাবে কণির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা কর।

৬. কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।

৭. "কোনির দাদার চরিত্রটি সংক্ষিপ্ত অথচ উজ্জ্বল" ব্যাখ্যা কর।

৮. কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও।

৯. "অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল"– কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল সংক্ষেপে লেখ। "অবশেষে" কথাটি ক্ষেত্রে কিসের ইঙ্গিত দেয়?

১০. "ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ"– কোনির পরিচয় দাও। তার মুখ কেন ফ্যাকাসে হয়ে গেল?

১১. "বিষ্টু ধরে বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক"– লোকটি কিভাবে বিষ্ট ধরে বিরক্তির কারণ হয়ে উঠেছিল?

১২. জুপিটার ছেড়ে ক্ষিতীশ শেষ পর্যন্ত চিরশত্রু অ্যাপেলো ক্লাবে যোগদান করেছিল কেন?

১৩. "পুতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে"– কে কাকে কথা বলেছে? তার এমন কথা বলার কারণ কি?

১৪. "এরপর ক্ষিতিস লক্ষ্য করল কোনি জল থেকে উঠতে দেরি করছে" কোন ঘটনার ফলশ্রুতির কথা এই অংশে বলা হয়েছে?

১৫. "কোথায় লুকিয়ে ছিলে তুমি" কার প্রতি কোনির এই জিজ্ঞাসা? উদ্দিষ্ট ব্যক্তি উত্তরই কি বলেছিলেন?

১৬. কোনি উপন্যাসের লেখকের সামাজিক দৃষ্টিভঙ্গির আলোচনা কর।

১৭. "সব পারে, মানুষ সব পারে" মানুষের সব পারার কথা কোনি উপন্যাসে কিভাবে বিধিত হয়েছে তা বুঝিয়ে দাও।

১৮. "ক্ষীদা এবার আমরা কি খাব" বক্তা কে? উদ্দেশ্য ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছে?

১৯. "হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এলো" কোনির দুচোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল?

২০. "জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে এসেছে"– কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা কর ।

 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamik bengali suggestion 2023, madhyamik suggestion 2023, madhyamik bangla suggestion 2023, মাধ্যমিক বাংলা সাজেশন 2023, মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ কোনি সাজেশন 2023, সিরাজউদ্দৌলা নাটকের ঘসেটি বেগমের চরিত্র, কোনি বড় প্রশ্ন উত্তর, কোনির পরিচয়, কোনি গল্পের প্রশ্নোত্তর, কোনি উপন্যাসে ক্ষিতীশ এর চরিত্র, কোনির পারিবারিক জীবনের পরিচয়, madhyamik bengali suggestion 2023 pdf, bengali suggestion madhyamik 2023, madhyamik suggestion 2023, Madhyamik Bengali Suggestion for Madhyamik Exam 2023,
 
 
© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post