Bengali Current Affairs 17 December, 2022 | দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

daily-current-affairs-in-bengali-17-dec-2022
 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।


Current Affairs in Bengali

17 December 2022

 

❑ রাতের আকাশে "Agni-V" মিসাইলের সফল পরীক্ষা করল ভারত । 
মিসাইলের উৎক্ষেপণটি করা হয় ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে । পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম এই মিসাইলটি ৫০০০ কিলোমিটার দূরত্ব থেকেই টার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম । 
 
রাতের আকাশে "Agni-V" মিসাইলের সফল পরীক্ষা করল ভারত

❑ আগামী FIFA World Cup 2026 অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় । উত্তর আমেরিকার তিন রাষ্ট্র কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে  আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে । 
FIFA-World-Cup-2026-Logo

❑ 2025 সালের পর নির্মিত বাড়ির ওপর সোলার প্যানেল থাকা বাধ্যতামূলক করল টোকিও ।

2032 Olympic organising committee এর CEO পদের জন্য সিনডি হুকের (Cindy Hook) নাম মনোনীত করা হল ।

❑ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের 71তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ।

❑ 36তম অর্থাৎ শেষ রাফায়েল বিমান ফ্রান্স থেকে ভারতে পাঠানো হল ।

❑ Atal Innovation Mission (AIM), NITI Aayog এবং UNDP দ্বারা Youth Co:Lab এর পঞ্চম সংস্করণ লঞ্চ করা হল । 
Youth Co:Lab হল ভারত সরকারের একটি পদক্ষেপ যেখানে যুবসমাজকে ডিজিটাল ও ফাইনান্সিয়াল ক্ষেত্রে সচেতন করে তোলা হয় ।

❑ ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে নাম লেখালেন রেহান আহমেদ । ক্রিকেটে অভিষেকের সময় রেহানের বয়স হয়েছিল 18 বছর 126 দিন ।

❑ কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়া International Junior Science Olympiad -এর ১৯তম সংস্করণে ৬টি স্বর্ণপদক জিতল ভারত ।

❑ সম্প্রতি ডেনমার্কের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন Mette Frederiksen.

 

  Read More : 

 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post